স্পোর্টস ডেস্ক

৯ অক্টোবর শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ দুটি ম্যাচ খেলতে যাচ্ছে নেপালে। ৬ ও ৯ সেপ্টেম্বর খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডোতে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
সোমবার (০১ সেপ্টেম্বর) অনুশীলন শুরুর আগে কোচ হাভিয়ের কাবরেরা শিষ্য হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে বল ঠেলে দেন বাফুফের কোর্টে, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’ ‘এই দলটি প্রস্তুত নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’
হামজা না থাকলে কোচ সমস্যা না দেখলেও খানিকটা সমস্যা দেখছেন তপু বর্মণ। তিনি বলেন‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।’
প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য, ‘নেপাল ও হংকংয়ের খেলার ধরনে মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’
৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। নিজেদের সমন্বয়ের জন্য সময়টা যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব একসঙ্গে। এটা যথেষ্ট।’
তবে ম্যাচ ভেন্যু নিয়ে একটু শঙ্কিত তপু, ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা (এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’
নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বরের দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

৯ অক্টোবর শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ দুটি ম্যাচ খেলতে যাচ্ছে নেপালে। ৬ ও ৯ সেপ্টেম্বর খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডোতে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
সোমবার (০১ সেপ্টেম্বর) অনুশীলন শুরুর আগে কোচ হাভিয়ের কাবরেরা শিষ্য হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে বল ঠেলে দেন বাফুফের কোর্টে, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’ ‘এই দলটি প্রস্তুত নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’
হামজা না থাকলে কোচ সমস্যা না দেখলেও খানিকটা সমস্যা দেখছেন তপু বর্মণ। তিনি বলেন‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।’
প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য, ‘নেপাল ও হংকংয়ের খেলার ধরনে মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’
৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। নিজেদের সমন্বয়ের জন্য সময়টা যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব একসঙ্গে। এটা যথেষ্ট।’
তবে ম্যাচ ভেন্যু নিয়ে একটু শঙ্কিত তপু, ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা (এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’
নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বরের দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
৪২ মিনিট আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
২০ ঘণ্টা আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
১ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের