আনচেলত্তিই হলেন ব্রাজিলের কোচ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

যা রটে তার কিছুটা বটে। এবার সবটাই সত্যি হলো। গুঞ্জন, শঙ্কা, নাটকীয়তা এড়িয়ে ব্রাজিল ফুটবল দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। আজ সোমবার (১২ মে) ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ নিশ্চিত করেছেন বিষয়টি।

সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলত্তি, ঐতিহাসিক সব সাফল্যের সমার্থক। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে আজ তাঁর নাম ঘোষণা করেছেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন।’

ব্রাজিলের কোচ হওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিলেন তিনি। এতদিন ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যত সাফল্য এসেছে, সবই স্বদেশিদের হাত ধরে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি কোচ হতে চলেছেন আনচেলত্তি।

সিবিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই আনচেলত্তিকে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর।

ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন আনচেলত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে আনচেলত্তির নবযাত্রা।

ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের হাত ধরে খারাপ সময় থেকে বের হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিলের ফুটবল। যে স্বপ্নের কথা জানিয়েছেন সিবিএফ সভাপতিও।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলত্তি, ঐতিহাসিক সব সাফল্যের সমার্থক।

৬ ঘণ্টা আগে

অবসরের পোস্টে কোহলি লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম আজ থেকে চৌদ্দ বছর আগে। সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবনের জন্য সঙ্গে থাকবে।'

১৫ ঘণ্টা আগে

রোববার অ্যানফিল্ডে শীর্ষ দুই দলের লড়াইয়ে লিভারপুল ও আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে। লম্বা সময় গানারদের বিপক্ষে একজন বেশি নিয়ে খেললেও সুবিধা আদায় করতে পারেনি চ্যাম্পিয়নরা।

১৬ ঘণ্টা আগে

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি এসব তথ্য জানিয়েছেন।

১৬ ঘণ্টা আগে