ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৭: ৫৪
Thumbnail image
ফাইল ছবি

লক্ষ্য ছিল ভারতকে হারানোর। কিন্তু এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে সেই লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। তবে গোলশূন্য ড্র করে ভারতের মাটি থেকে এক পয়েন্ট কুড়িয়ে আনে হাভিয়ের কাবরেরার দল। যার ফলে পাঁচ মাস পর র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা মিলেছে।

ফিফা সর্বশেষ পুরুষ ফুটবল দলের র‍্যাংকিং প্রকাশ করেছে, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, বাংলাদেশও পেয়েছে সুখবর। দুই ধাপ এগিয়ে এখন ১৮৩তম স্থানে অবস্থান করছে।

সম্প্রতি, এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করায় বাংলাদেশের র‍্যাংকিং ইতিবাচক প্রভাব পড়েছে। ভারতের অবস্থান দুই ধাপ পিছিয়ে ১২৭তম হয়েছে।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়, যা দলকে অনুপ্রাণিত করেছে। সেই ম্যাচে এক পয়েন্ট পাওয়ার ফলে বাংলাদেশের র‍্যাঙ্কিং কিছুটা উন্নত হয়েছে।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সিঙ্গাপুরের র‍্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ভালো, তবে জয় পেলে ১০ জুলাই প্রকাশিত পরবর্তী র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি হতে পারে।

র‍্যাংকিংর শীর্ষ দশের দলগুলো অপরিবর্তিত থাকলেও স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠেছে। মিয়ানমার সবচেয়ে বেশি সাত ধাপ এগিয়েছে, আর গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে সবচেয়ে বেশি অবনতি হয়েছে।

ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন মহাদেশে বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচসহ ২৪৫টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৫৮টি ম্যাচ হয়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম এই সময়ে সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

ব্যাট হাতে দারুণ ছন্দে বিরাট কোহলি মাঠে নামলেই ছোটান রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। তবে এবারে সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছেন ভারতের এই বিখ্যাত ক্রিকেটার।

১১ ঘণ্টা আগে

ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।

১ দিন আগে

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।

২ দিন আগে

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।

৩ দিন আগে