হামজা -সামিতবিহীন নেপাল ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: ফাইল

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দু’টি প্রীতি ম্যাচ খেলবে নেপালের কাঠমান্ডুতে। ঐ দুই ম্যাচের জন্য আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম খেলবেন না। তবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরির ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে।

ফিফা উইন্ডোতে ৭২ ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে সামিতকে আনছে না বাংলাদেশ। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, 'সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরি রয়েছেন তালিকায়।'

সামিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দু’টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সেই সময় ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে। জাতীয় দলে ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও বাফুফে কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতায় যেতে চায় না, 'খেলোয়াড়েরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।'

সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরিও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল। তবে আজ টিম হোটেলে ম্যানেজার বলেন, 'কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।

অক্টোবরে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা-সামিত। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়ায় অনেক সুবিধা হতো। বাফুফে আগেই সামিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছে।

জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগের দিন বাফুফে খেলোয়াড় তালিকা প্রকাশ করে। এবার হেটেছে ভিন্ন পথে। ক্যাম্প শুরু হলেও খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে দেয়নি। আজ মাত্র ৫ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আগামীকাল এবং কিংসের খেলোয়াড়দের পরশু দিন যোগ দেয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

৮ ঘণ্টা আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

১ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

১ দিন আগে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

২ দিন আগে