ঘরের মাঠে জয় নিয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ম্যাচ শেষে এমিলিয়ানো মার্তিনেজের ছলছল করা জোড়া চোখের কান্নাই বলে দিচ্ছিল পুরো ম্যাচের চিত্রটা কেমন ছিলো। যদিও শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা তথাপি ভিলা পার্কে জয় পেয়েছে তার দলই।

এর আগে গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।

অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।

পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।

ম্যাচের ১১ মিনিটে পিএসজির নিরীহদর্শন বল ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন এমি মার্তিনেজ। তবে বল গ্রিপে নিতে পারেননি। বল চলে যায় আশরাফ হাকিমির কাছে। সেখান থেকে সহজ গোল। অ্যাগ্রিগেটে পিএসজি এগিয়ে যায় ৪-১ গোলে। ২৭ মিনিটেই সেটা ৫-১ করে ফেলেন নুনো মেন্দেজ। ডিবক্সের খানিকটা ভেতর থেকে পোস্টের বামপাশে গোল করেন এই লেফটব্যাক।

ম্যাচের ৩৪ মিনিটেই অবশ্য নিজেদের ফিরে পেতে শুরু করে অ্যাস্টন ভিলা। ইউরি টিলেমেন্সের শট পিএসজি ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ভিলা পার্ক যেন প্রাণ ফিরে পায় ওই গোল থেকেই। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। অ্যাগ্রিগেট তখন ৫-২।

স্বাগতিকরা দ্বিতীয় গোল করে ৫৫তম মিনিটে। ভিলার দীর্ঘদিনের আস্থা জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে স্কোরলাইনে আনেন সমতা। যদিও তখন পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। এর দুই মিনিট পরই তৃতীয় গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা।

মার্কাস রাশফোর্ডের থেকে বল পেয়ে গোল করেন এজরি কনস্টা। অ্যাগ্রিগেট ৫-৪। ম্যাচের বাকি তখনো অনেকটা সময়। কিন্তু ভিলা এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর গোল আদায় করতে পারেনি। ডোনারুম্মা একাই দেয়াল হয়ে ছিলেন তাদের সেমিফাইনাল স্বপ্নে। যোগ করা সময়ে অ্যাস্টন ভিলার হয়ে গোলের সুযোগ তৈরি করেন ইয়ান মাটসেন। কিন্তু গোলমুখে থাকা পাচোর গোললাইন ব্লক আটকে দেয় ভিলাকে। তবে শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৭ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে