স্পোর্টস ডেস্ক

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল।অর্থাৎ হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছে। শেফিল্ড এখন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল। তবে চলতি মৌসুমে ফের প্রিমিয়ারে ফেরার ভালো সুযোগ আছে তাদের।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলেই নতুন মাত্রা যোগ হলো। নিশ্চিতভাবেই তিনি এখন এই অঞ্চলের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার।
হামজার জন্ম ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। মা-বাবা বাংলাদেশি হওয়ায় সেই সূত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। নানা প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার লাল-সবুজ জার্সি গায়ে জড়ালেন তিনি।
হামজাকে মিডফিল্ডে রেখে একাদশ সাজিয়েছেন কাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি তিনি। গোলপোস্টে অনুমিতভাবেই মিতুল মার্মার প্রতি আস্থা রেখেছেন। আর আক্রমণভাবে খেলাচ্ছেন রাকিব হোসেন ও শাহরিয়ার ইমনকে। রক্ষণে আছেন তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। ম্যাচে আর্মব্যান্ড থাকছে তপুর কাছে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাহিল আহাদ তপু, মিতুল মার্মা, তারিক রায়হান কাজী, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল।অর্থাৎ হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছে। শেফিল্ড এখন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল। তবে চলতি মৌসুমে ফের প্রিমিয়ারে ফেরার ভালো সুযোগ আছে তাদের।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলেই নতুন মাত্রা যোগ হলো। নিশ্চিতভাবেই তিনি এখন এই অঞ্চলের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার।
হামজার জন্ম ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। মা-বাবা বাংলাদেশি হওয়ায় সেই সূত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। নানা প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার লাল-সবুজ জার্সি গায়ে জড়ালেন তিনি।
হামজাকে মিডফিল্ডে রেখে একাদশ সাজিয়েছেন কাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি তিনি। গোলপোস্টে অনুমিতভাবেই মিতুল মার্মার প্রতি আস্থা রেখেছেন। আর আক্রমণভাবে খেলাচ্ছেন রাকিব হোসেন ও শাহরিয়ার ইমনকে। রক্ষণে আছেন তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। ম্যাচে আর্মব্যান্ড থাকছে তপুর কাছে।
বাংলাদেশ একাদশ
তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাহিল আহাদ তপু, মিতুল মার্মা, তারিক রায়হান কাজী, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
১ দিন আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
১ দিন আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
২ দিন আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
২ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের