অনলাইন ডেস্ক

এফসি সিনসিনাটির বিপক্ষে হারের ধাক্কা যেন বেশিক্ষণ টিকতে দিল না ইন্টার মায়ামি। আগের ম্যাচে ৩-০ গোলে হারলেও পরের ম্যাচেই সেই হতাশা মুছে দিয়েছে লিওনেল মেসির দল। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে মায়ামি। সঙ্গে গোলের খাতা খুলেছেন মেসিও। ফিরে পেয়েছেন নিজের ছন্দ, আর দল পেয়েছে দাপুটে আত্মবিশ্বাস।
এই ম্যাচেও দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। জোড়া গোলের সঙ্গে করেছেন দুটি অ্যাসিস্টও। এর মাধ্যমে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই একাধিক গোল করার কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই আর্জেন্টাইন তারকা। দুরন্ত ফর্মে থাকা মেসি যেন গোল মেশিনে পরিণত হয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলস তাদের ঘরের মাঠে টানা জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হলো। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো ইন্টার মায়ামির কাছে পরাজিত হলো তারা।
এদিন ম্যাচের শুরুতেই মায়ামির সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নিউ ইয়র্ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল তারা। তখন মায়ামির সমর্থকরা ভেবেছিলেন, হয়তো কোনো অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে সকল ভয় ও অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মায়ামি। ২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।
২৭ মিনিটে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিউ ইয়র্কের বক্সে বল নিয়ে ঢোকেন রেডন্ডো, কিন্তু শট নিতে পারেননি। তবে সেগোভিয়া দ্রুত বল দখল করে রিবাউন্ড থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন, যা ছিল দলের তৃতীয় গোল। এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। নিউ ইয়র্ক পুরো ম্যাচে মোট ৯টি শট নিলেও অন টার্গেট শট ছিল মাত্র ১টি। বিপরীতে মিয়ামি অন টার্গেট শট নিয়েছে ৮টি।

এফসি সিনসিনাটির বিপক্ষে হারের ধাক্কা যেন বেশিক্ষণ টিকতে দিল না ইন্টার মায়ামি। আগের ম্যাচে ৩-০ গোলে হারলেও পরের ম্যাচেই সেই হতাশা মুছে দিয়েছে লিওনেল মেসির দল। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে মায়ামি। সঙ্গে গোলের খাতা খুলেছেন মেসিও। ফিরে পেয়েছেন নিজের ছন্দ, আর দল পেয়েছে দাপুটে আত্মবিশ্বাস।
এই ম্যাচেও দারুণ ফর্মে ছিলেন লিওনেল মেসি। জোড়া গোলের সঙ্গে করেছেন দুটি অ্যাসিস্টও। এর মাধ্যমে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই একাধিক গোল করার কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই আর্জেন্টাইন তারকা। দুরন্ত ফর্মে থাকা মেসি যেন গোল মেশিনে পরিণত হয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলস তাদের ঘরের মাঠে টানা জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হলো। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো ইন্টার মায়ামির কাছে পরাজিত হলো তারা।
এদিন ম্যাচের শুরুতেই মায়ামির সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নিউ ইয়র্ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল তারা। তখন মায়ামির সমর্থকরা ভেবেছিলেন, হয়তো কোনো অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে সকল ভয় ও অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মায়ামি। ২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।
২৭ মিনিটে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিউ ইয়র্কের বক্সে বল নিয়ে ঢোকেন রেডন্ডো, কিন্তু শট নিতে পারেননি। তবে সেগোভিয়া দ্রুত বল দখল করে রিবাউন্ড থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন, যা ছিল দলের তৃতীয় গোল। এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। নিউ ইয়র্ক পুরো ম্যাচে মোট ৯টি শট নিলেও অন টার্গেট শট ছিল মাত্র ১টি। বিপরীতে মিয়ামি অন টার্গেট শট নিয়েছে ৮টি।

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
১৩ ঘণ্টা আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
১ দিন আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
২ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের