অনলাইন ডেস্ক
এবারের উইম্বলডনকে অঘটনের টুর্নামেন্ট বলছেন অনেকে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ৩৬ বাছাই তারকা। প্রথম দুই রাউন্ডে এত তারকার বিদায় এর আগে দেখেনি কোনো গ্র্যান্ড স্লাম। মেয়েদের সেমিফাইনালেও অঘটন ঘটিয়ে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভা।
শনিবার (১২ জুলাই) মেয়েদের এককের ফাইনাল। অ্যানিসিমোভার মুখোমুখি সাবেক নাম্বার ওয়ান ইগা শিয়াতেক। অ্যানিসিমোভার ক্যারিয়ারে এটিই প্রথম ফাইনাল। বিপরীতে শিয়াতেকের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ ফাইনালের পাঁচটিতেই জিতেছেন শিরোপা। তাই এই ফাইনালে কে ফেবারিট, তা আর না বললেও চলে।
ফেবারিট হয়েও খুব একটা স্বস্তি বোধ করছেন না শিয়াতেক। আসলে ফাইনালে ওঠা তার কাছে একটা বিস্ময়। আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উম্বলডনে শেষ আটের চৌহদ্দি কখনো পেরোনো হয়নি তার। মাত্র একবার ২০২৩ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেমিফাইনালে ওঠা হয়নি।
এবার ফাইনালে উঠলেন সুইস প্রতিযোগী বেলিন্ডা বেনচিচকে উড়িয়ে দিয়ে। মাত্র ৭১ মিনিটে ৬-২,৬-০ গেমে জয়ের পর নিজের বিস্ময়টা লুকিয়ে রাখেননি পোলিশ তারকা শিয়াতেক। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার কল্পনায়ও ছিল না উইম্বলডনের ফাইনাল খেলবো। তাই আমি রোমাঞ্চিত এবং নিজেকে নিয়ে গর্বিত। জানি না কেন টেনিস বারবার আমাকে অবাক করে।’
ফাইনালে উঠে কম অবাক হননি অ্যানিসিমোভাও। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে জয়ের পর বিস্ময়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন। ফাইনালে উঠেছেন, শুরুতে বিশ্বাস হচ্ছিল না তার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে, ঘোরের মধ্যে রয়েছি। জানি না কীভাবে জিতে গেলাম।’
এবারের উইম্বলডনকে অঘটনের টুর্নামেন্ট বলছেন অনেকে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ৩৬ বাছাই তারকা। প্রথম দুই রাউন্ডে এত তারকার বিদায় এর আগে দেখেনি কোনো গ্র্যান্ড স্লাম। মেয়েদের সেমিফাইনালেও অঘটন ঘটিয়ে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভা।
শনিবার (১২ জুলাই) মেয়েদের এককের ফাইনাল। অ্যানিসিমোভার মুখোমুখি সাবেক নাম্বার ওয়ান ইগা শিয়াতেক। অ্যানিসিমোভার ক্যারিয়ারে এটিই প্রথম ফাইনাল। বিপরীতে শিয়াতেকের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ ফাইনালের পাঁচটিতেই জিতেছেন শিরোপা। তাই এই ফাইনালে কে ফেবারিট, তা আর না বললেও চলে।
ফেবারিট হয়েও খুব একটা স্বস্তি বোধ করছেন না শিয়াতেক। আসলে ফাইনালে ওঠা তার কাছে একটা বিস্ময়। আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উম্বলডনে শেষ আটের চৌহদ্দি কখনো পেরোনো হয়নি তার। মাত্র একবার ২০২৩ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, কিন্তু সেমিফাইনালে ওঠা হয়নি।
এবার ফাইনালে উঠলেন সুইস প্রতিযোগী বেলিন্ডা বেনচিচকে উড়িয়ে দিয়ে। মাত্র ৭১ মিনিটে ৬-২,৬-০ গেমে জয়ের পর নিজের বিস্ময়টা লুকিয়ে রাখেননি পোলিশ তারকা শিয়াতেক। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার কল্পনায়ও ছিল না উইম্বলডনের ফাইনাল খেলবো। তাই আমি রোমাঞ্চিত এবং নিজেকে নিয়ে গর্বিত। জানি না কেন টেনিস বারবার আমাকে অবাক করে।’
ফাইনালে উঠে কম অবাক হননি অ্যানিসিমোভাও। শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার বিপক্ষে জয়ের পর বিস্ময়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলেন। ফাইনালে উঠেছেন, শুরুতে বিশ্বাস হচ্ছিল না তার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে, ঘোরের মধ্যে রয়েছি। জানি না কীভাবে জিতে গেলাম।’
তবে আফগানিস্তানকে হারালেও শঙ্কা রয়েই যাবে। অন্য ম্যাচের ফলাফল অনুকূলে না এলে জয় পেয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে লিটনদের। তাই এখন একমাত্র লক্ষ্য—নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করা
১৬ ঘণ্টা আগেখেলাধুলা শুধু বিনোদন নয়, বরং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ফুটবল টুর্নামেন্টের মতো এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
১ দিন আগেকাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এই জয়ও তাদের উৎসর্গ করেছি। ‘কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়
১ দিন আগেএই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা
৩ দিন আগেতবে আফগানিস্তানকে হারালেও শঙ্কা রয়েই যাবে। অন্য ম্যাচের ফলাফল অনুকূলে না এলে জয় পেয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে লিটনদের। তাই এখন একমাত্র লক্ষ্য—নিজেদের ম্যাচে জয় নিশ্চিত করা
খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ফুটবল টুর্নামেন্টের মতো এ ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এই জয়ও তাদের উৎসর্গ করেছি। ‘কিছু বিষয় খেলার আবেগের থেকেও বড়
এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা