অনলাইন ডেস্ক
আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো হলেও এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই। তবে যোগ হয়েছে ফেস আইডি সুবিধা। সহজে ফেস আইডি ব্যবহারের জন্য মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।৬ দশমিক ৬ ইঞ্চি ওএলইডি পর্দার আইফোন ১৬ই মডেলটি আকারে আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ১৬ই-তে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে নতুন মডেলে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। আর তাই আইফোন ১৬ই মডেলটি ৭ দশমিক ৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’। অতিরিক্ত ক্যামেরা না থাকলেও ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে মডেলটিতে। গুরুত্বপূর্ণ দিক হলো, আইফোন ১৬ই মডেলে প্রথমবারের মতো অ্যাপলের তৈরি নিজস্ব মডেম ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল। অবশেষে সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন দেখা গেল।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম প্রয়োজন। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আইফোন ১৬ই মডেলের আগাম ফরমাশ করা গেলেও বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।
আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো হলেও এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই। তবে যোগ হয়েছে ফেস আইডি সুবিধা। সহজে ফেস আইডি ব্যবহারের জন্য মডেলটিতে সামনের ক্যামেরা নচের মধ্যে বসানো হয়েছে। সংস্করণ ভেদে আইফোন ১৬ই মডেলের দাম ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার বা প্রায় ৭২ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)।৬ দশমিক ৬ ইঞ্চি ওএলইডি পর্দার আইফোন ১৬ই মডেলটি আকারে আইফোন ১৬ সিরিজের অন্যান্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু। এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ‘ক্যামেরা কন্ট্রোল’ সুবিধা যুক্ত করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ১৬ই-তে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে নতুন মডেলে ম্যাগসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই। আর তাই আইফোন ১৬ই মডেলটি ৭ দশমিক ৫ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
আইফোন ১৬ই মডেলে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেলের ‘টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম’। অতিরিক্ত ক্যামেরা না থাকলেও ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে মডেলটিতে। গুরুত্বপূর্ণ দিক হলো, আইফোন ১৬ই মডেলে প্রথমবারের মতো অ্যাপলের তৈরি নিজস্ব মডেম ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল। অবশেষে সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন দেখা গেল।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে ৮ গিগাবাইট র্যাম প্রয়োজন। আর তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ই মডেলে অন্তত ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আইফোন ১৬ই মডেলের আগাম ফরমাশ করা গেলেও বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।
অন্য প্ল্যাটফর্মেও প্রভাবশালীরা আয় করছেন। তবে সরাসরি ভিউ থেকে আয়ে ইউটিউবকে সবচেয়ে লাভজনক ধরা হয়। শুধু মোবাইল নয়, এখন টেলিভিশন পর্দায়ও ইউটিউব দেখা থেকে নির্মাতারা আয় করছেন
১২ দিন আগে২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে
১৮ দিন আগেঅ্যাপল তাদের বহু প্রতীক্ষিত ‘Apple's Awe Dropping’ গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০:৩০টায় আয়োজন করেছে। চলতি বছরের গত মাসে অ্যাপল কোম্পানির সিইও টিম কুক একটি থার্মাল ক্যামেরার ছবির নমুনায় এ ইভেন্টের লোগো প্রকাশ করেছেন। এই ইভেন্টে আইফোন ১৭ সিরিজ, নতুন অ্যাপল ওয়াচ মডেল, আপডেটেড এয়ারপডস প্রো উন্মোচন
১০ সেপ্টেম্বর ২০২৫এ ছাড়া গুগলকে যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্দিষ্ট সার্চ ইনডেক্স ও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ডেটা শেয়ার করতে হবে, যাতে একচেটিয়া আচরণ ঠেকানো যায়
০৪ সেপ্টেম্বর ২০২৫অন্য প্ল্যাটফর্মেও প্রভাবশালীরা আয় করছেন। তবে সরাসরি ভিউ থেকে আয়ে ইউটিউবকে সবচেয়ে লাভজনক ধরা হয়। শুধু মোবাইল নয়, এখন টেলিভিশন পর্দায়ও ইউটিউব দেখা থেকে নির্মাতারা আয় করছেন
২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে
অ্যাপল তাদের বহু প্রতীক্ষিত ‘Apple's Awe Dropping’ গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০:৩০টায় আয়োজন করেছে। চলতি বছরের গত মাসে অ্যাপল কোম্পানির সিইও টিম কুক একটি থার্মাল ক্যামেরার ছবির নমুনায় এ ইভেন্টের লোগো প্রকাশ করেছেন। এই ইভেন্টে আইফোন ১৭ সিরিজ, নতুন অ্যাপল ওয়াচ মডেল, আপডেটেড এয়ারপডস প্রো উন্মোচন
এ ছাড়া গুগলকে যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্দিষ্ট সার্চ ইনডেক্স ও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ডেটা শেয়ার করতে হবে, যাতে একচেটিয়া আচরণ ঠেকানো যায়