আইসিটি খাতে নতুন সম্ভাবনা
ক্যানন সিঙ্গাপুর ও এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি ইশির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৭ থেকে ৯ মে বাংলাদেশ সফর করেছে। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু কো চি ইয়ান, নোরিহিরো কাতাগিরি এবং পরিচালক তাকাশি ইচিনোমিয়া।
আইফোন ১৬ সিরিজের নতুন মডেল ‘আইফোন ১৬ই’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ১৪-এর মতো হলেও এতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ও টাচ আইডি ইন্টারফেস সুবিধা নেই।