লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনার ঈশ্বরদী ও সদর উপজেলা। লিচু বলতেই পাবনার লিচুর নাম আসে মানুষের মুখে। এই জেলার উৎপাদিত লিচুর কদর দেশজুড়ে। কিন্তু চলতি মৌসুমে লিচুর রাজধানী খ্যাত পাবনায় ঈশ্বরদীতে লিটুর ফলনে স্মরণকালের ভয়াবহ বিপর্যয় ঘটেছে।