কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটি শেষে ১১ দিন পর আবারও ময়মনসিংহের হালুয়াঘাটে কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ।

তিনি বলেন, ঈদের পর ৬ এপ্রিল ভারতীয় কয়লা বাংলাদেশে প্রবেশের কথা ছিল। তবে বৃষ্টি হওয়ায় গাড়ি প্রবেশ করেনি। মঙ্গলবার বিকেলে ভারত থেকে ৫৫ ট্রাকে ৬৬০ টন কয়লা এসেছে। এরমধ্য দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হলো। নিয়মিত কয়লা এলে দুই স্থলবন্দরে ব্যবসা জমজমাট থাকবে।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, বর্তমানে কয়লার প্রচুর চাহিদা রয়েছে। তাই আমরাও আমদানি বেশি করছি। বর্তমানে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নিয়মিত কয়লা আনতে আমদানি হয়।

এরমধ্যে ২৭ মার্চ ১১৯ ট্রাকে ১ হাজার ৪১৭ টন কয়লা এসেছে। এদিকে ৩১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে এই দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বাণিজ্য নিয়ে আরও পড়ুন

সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে

৬ দিন আগে

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরো কিছুটা কমাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে রোববার ঢাকায় এসেছে প্রতিনিধিদলটি

২১ দিন আগে

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৯ হাজার ৪২ টাকা

০২ সেপ্টেম্বর ২০২৫

অর্থ বছরের ১৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভারত থেকে ৮৮২টি ট্রাকে করে ৩৩ হাজার ৯৪৩ মেট্রিক টন চাল ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

০১ সেপ্টেম্বর ২০২৫