নিখাদ খবর ডেস্ক
চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা জানিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর ।
সংবাদমাধ্যমটি জানায়, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় চলতি বছরের জুন মাস থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে শুরু করবে নেপাল সরকার।
এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকেও বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, ‘আমাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দেব। এতে শুধু বাংলাদেশই উপকৃত হবে না, বরং নেপালও তার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে।’
নেপাল মনিটরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৩ অক্টোবর এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়।
ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা জানিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম নেপাল মনিটর ।
সংবাদমাধ্যমটি জানায়, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় চলতি বছরের জুন মাস থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে শুরু করবে নেপাল সরকার।
এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকেও বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘনশ্যাম ভাণ্ডারি বলেন, ‘আমাদের বিদ্যুৎ সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দেব। এতে শুধু বাংলাদেশই উপকৃত হবে না, বরং নেপালও তার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে।’
নেপাল মনিটরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৩ অক্টোবর এই বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়।
ত্রিপক্ষীয় এই চুক্তিতে বলা হয়েছে, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে
৩ দিন আগেসপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে
৩ দিন আগেআন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পামওয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে
৭ দিন আগেপরিসংখ্যান অনুসারে, বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর মাত্র ১ শতাংশের কাছাকাছি সমুদ্রপথে ভারতে রপ্তানি হয়। ফলে, স্থলপথে আমদানি বন্ধ হওয়ায় রপ্তানিকারকরা ব্যাপক সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করা হচ্ছে
৭ দিন আগেবন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে
সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে
আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পামওয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে
পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর মাত্র ১ শতাংশের কাছাকাছি সমুদ্রপথে ভারতে রপ্তানি হয়। ফলে, স্থলপথে আমদানি বন্ধ হওয়ায় রপ্তানিকারকরা ব্যাপক সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করা হচ্ছে