ভারতের নাগপুরে সাম্প্রদায়িক সহিংসতা, কারফিউ জারি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
নাগপুরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সহিংসতার সময় আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত

ভারতের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি কেন্দ্র করে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। পরিস্থিতি মোকাবিলায় সেখানে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে। গতকাল সোমবার নাগপুরের গণেশপেঠ, মহাল ও গান্ধীবাগ এলাকায় তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার দুপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে। ওই বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবিও পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যাতে মুসলমান সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়। এরই মধ্যে কিছু লোক মব সৃষ্টি করে এবং বিভিন্ন বাড়িতে ও দোকানপাটে পাথর ছুড়তে শুরু করে। ফলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সহিংসতা ব্যাপক আকার ধারণ করায় নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের দিকেও ব্যাপক পাথর ছোড়া হয়। প্রাথমিকভাবে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ অফিসার আহত হন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

খবরে বলা হয়, পরে রাতে কোতোয়ালি আর গণেশপেঠ এলাকায়ও সংঘর্ষ ছড়ায়। হাজার খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছোড়া ও ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার প্রায় ভোররাত পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ২০ জনকে আটক করে। সহিংসতা থামাতে পুলিশ এখনো কাজ করছে বলে জানা গেছে।

নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, কোরআন পোড়ানো-সংক্রান্ত একটি অভিযোগও পুলিশের কাছে দায়ের করা হয়। তবে এটি একটি গুজব। কিছু ভুল তথ্যের ফলেই এই ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

যে অঞ্চলে সংঘর্ষ ছড়িয়েছিল, সেই মহাল অঞ্চল ছাড়া শহরের অন্যান্য এলাকায় জনজীবন স্বাভাবিকই আছে বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন। তবে পুলিশ নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছে যাতে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

প্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোট হিসেবে বিবেচিত

৩ ঘণ্টা আগে

যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য

১ দিন আগে

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

২ দিন আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

২ দিন আগে