দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা ঘনিয়ে আসছে
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে হামলার জবাবে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। এ সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে।
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তান সম্পর্ক তলানিতে পৌঁছার পাশপাশি বিরাজ করছে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা। এমনকি এ উত্তেজনা এখন সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
ভারত ও পাকিস্তান আবারও একটি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কারণ, কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত। দেশটি বলছে, এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পেহেলগাম হামলা:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এর মধ্যে এখনো প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে ভারতজুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে ৮৯০ জন ও সুরাট থেকে ১৩৪ জনের বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের গুজরাট রাজ্য থেকে ৫৫০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই অবৈধ অভিবাসী বলে দাবি করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।
যুদ্ধ নয়, যুদ্ধের ভান ধরছে ভারত: রিপোর্ট
জম্মু-কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এ নিয়ে পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম ‘ডন’ লিখেছে, শুক্রবার একজন অভিজ্ঞ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক পেহেলগাম ট্র্যাজেডি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কেন কোনও উত্তপ্ত যুদ্ধ হতে পারে না।
‘অসাবধানতা’ বলছে বিমান বাহিনী
কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর হামলায় পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। আর এমন চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
ভারত-পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে এলওসি বা নিয়ন্ত্রণ রেখায় ফের শুক্রবার রাতেও উভয় দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এনডিটিভি জানিয়েছে, বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দিবাগত রাতের মধ্যে গুলিবিনিময়ের এটি দ্বিতীয় ঘটনা।
মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান। আর এমন উত্তেজনার বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।
এনডিটিভি
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় দেশটি পাকিস্তানকেই নেপথ্যে দায়ী করেছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পুলিশ সন্দেহভাজন তিন হামলাকারীর একটি স্কেচও প্রকাশ করেছে।
পেহলগাঁও হামলা
মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ রয়েছে হামলার সময় পর্যটকদের ধর্ম পরিচয় শনাক্ত করে বেছে বেছে গুলি করে হামলাকারীরা। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে দেশটিতে। আর এবারে কঠিন পদেক্ষেপের কথা ভাবছে
সৌদি আরব থেকে দেশে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে মঙ্গলবার ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এদিকে উপত্যকাটির পেহেলগামে হামলার এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কাশ্মিরের পেহেলগাম হামলা
মঙ্গলবার ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আর এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহালগামের বাইসারান উপত্যকা এলাকায় বন্দুকধারীদের হামলায় হামলায় অন্তত ২৬জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। এসময় সন্ত্রাসী হামলার শিকার হতাহতদের আনতে হেলিকপ্টার ব্যবহার করছে ভারতের সেনাবাহিনী।