চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবারে অধিকৃত কাশ্মিরের আকাশ থেকে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমান। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জিও নিউজ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স হ্যান্ডেল ব্লক করে দিয়েছে মদি সরকার। এর আগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। যাদের মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। হিন্দুস্থান টাইমস
সম্প্রতি জম্মু ও কাশ্মির প্রদেশের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত বলে এক গোয়েন্দা তধ্যের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সূত্র : ডন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটির কার্যালয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন।
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তান উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে এই উত্তেজনা ক্রমশ সামরিক সংঘাতে রূপ নেওয়ার দিকেও ধাবিত হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
হামলার শিকার হয়েছে লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন। হামলার ফলে ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং সাদা দেয়ালে ও নামফলকে গেরুয়া রঙের পেইন্ট ছিটিয়ে দেওয়া হয়।
মুজাফফরাবাদে জরুরি অবস্থা:
ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটার পাশপাশি পাল্টাপাল্টি নানা পদক্ষেপে দুই দেশের সম্পর্ক ঠেকেছে চরম তলানিতে। এমনকি হুংকার ও পাল্টা হুংকারে বাড়ছে সামরিক সংঘাতের শঙ্কাও।
কাশ্মিরে হামলা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। আর অন্যদিকে পাকিস্তান আগে থেকেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পানি আটকে দেওয়ার যে কোনও পদক্ষেপ “যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে।
পাক-ভারত উত্তেজনা:
নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অন্তত ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পেহেলগাম হামলা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার যেকোনো 'নিরপেক্ষ ও স্বচ্ছ' তদন্তে অংশ নেওয়ার পাশপাশি সব রকমের সহায়তা দিতেও প্রস্তুত পাকিস্তান।
পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে এবারে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন,“সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে।”
এএনআই
মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক অনেকটাই শীতল অবস্থায় পৌঁছেছে। ইতোমধ্যে উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে।
বিশ্বে দীর্ঘ সময় ধরে চলা সবচেয়ে সহিংস সংঘাতগুলোর মধ্যে একটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর চলমান জুলুম নির্যাতনের বিরুদ্ধে সংহতি ও সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামছেন সারা বিশ্বের ন্যায়পরায়ণ মানুষ।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানায়।
পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়েছে। এ সময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।