ইসলামাবাদ আগের মতো কাবুলের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে না : পাক প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, ইসলামাবাদ আর আগের মতো কাবুলের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দুই প্রতিবেশী দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল থেকে কড়া মূল্য আদায় করার হুমকি দিয়েছেন।

খাজা আসিফ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি বলেন, পাকিস্তান আর অতীতের মতো কাবুলের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে না।

মন্ত্রী স্পষ্ট জানান, পাকিস্তানের মাটিতে বসবাসকারী সকল আফগানকে তাদের স্বদেশে ফিরে যেতে হবে। তিনি বলেন, আমাদের জমি এবং সম্পদ ২৫ কোটি পাকিস্তানির জন্য।

আসিফ দাবি করেন, গত পাঁচ বছরে পাকিস্তান ৮৩৬টি প্রতিবাদ নোট এবং ১৩টি ডিমার্চ (কূটনৈতিক প্রতিবাদপত্র) জারি করা সত্ত্বেও কাবুল খুব কম ইতিবাচক সাড়া দিয়েছে। এখন থেকে আর কোনো প্রতিবাদপত্র বা শান্তির আবেদন থাকবে না, কোনো প্রতিনিধি দল কাবুলে যাবে না।

তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসবাদের উৎস যেখানেই থাকুক না কেন, তাকে চরম মূল্য দিতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও অভিযোগ করেন, আফগানিস্তান এখন ‘ভারতের প্রক্সি’ হয়ে উঠেছে এবং নয়াদিল্লির সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, কাবুলের শাসকরা, যারা এখন ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একসময় আমাদের সুরক্ষায় ছিল। আমাদের ভূমিতে লুকিয়ে ছিল।’ তবে তিনি তাঁর এই দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১৬ ঘণ্টা আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে