গত ২৪ ঘণ্টায় নতুন করে গাজায় ইসরায়ইলি বিমান হামলায় কমপক্ষে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে মৃতের সংখ্যা ৫২,৩৬৫-এ পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সর্বশেষ হালনাগাদ এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনের গাজায় চলমান সামরিক অভিযান ইস্যুতে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক সপ্তাহ ধরেই দ্বন্দ্ব চলে আসছিল ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের শীর্ষ নির্বাহী রোনেন বারের। আর এবারে সে সূত্র ধরেই পদত্যাগের ঘোষণা দিলেন এ গোয়েন্দা প্রধান।
শনিবার ইরানের বন্দর আব্বাসে লাগা ভয়াবহ আগুনের ফলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পৌঁছেছে ১২০০ জনে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে টানা ৪৮ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী।
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অবিরাম হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উদ্ধার করতে উড়োজাহাজ পাঠিয়েছিল সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান। কিন্তু বাধ সাদে ইসরায়েল। ইসরায়েলের একাধিক যুদ্ধবিমান উড়ে যায়। মাঝ আকাশে রুখে দেয় ইরানি উড়োজাহাজ। ফলে ইরানি উড়োজাহাজ আর দামেস্কে পৌঁছাতে পারেনি। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ঘনিষ্ঠ সহযোগী হুসেন আল-শেখের নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ফিলিস্তিনি নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে এমন পদক্ষেপ খুব জরুরি ছিল বলে মনে করা হচ্ছে।
বন্দর আব্বাস বিস্ফোরণ:
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শনিবার বন্দরটির বিস্তীর্ণ শহীদ রাজাই অংশে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতের সংখ্যা ৭০০ ছড়িয়ে গেছে। এ খবর দিয়েছে বিবিসি ও তুর্কি বার্তা সংস্থা আনাদ
সব বন্দি মুক্তির বিনিময়ে পাঁচ বছরের যুদ্ধবিরতি চায়:
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজায় একবারে সব বন্দি মুক্তির বিনিময়ে একটি দীর্ঘমেয়াদি পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত।
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
৫০ দিন অবরুদ্ধ গাজা, ফুরিয়েছে ত্রাণ মজুদ
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গণহত্যায় মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
ঝুঁকিতে ৬ লাখ শিশু
গাজায় চলমান গণহত্যার মাধ্যমে কেবল ৩০ দিনেই ৬০০ শিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। বার্তাসংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানা যায়, আর এবারে দেশটি পোলিও টিকা গাজায় প্রবেশ করতে না দেওয়ায় ৬ লাখেরও বেশি ফিলিস্তিনি শিশু ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এক মাসে প্রায় ৬০০ জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। একই সঙ্গে আরও ১৬০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে বলে সূত্র বলছে।
ইসরায়ইল সিকিউরিটি এজেন্সি (ISA)-এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার-ইন-চিফ আমি আয়ালন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তার শঙ্কার কথা জানিয়েছেন।
শনিবারও ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে গাজায় উপত্যকাজুড়ে আরও কমপক্ষে ৫৪ ফিলিস্তিনিকে হত্যার ঘটনা হয়েছে। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপাতত সমর্থন না পাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনায় এখনো অটল রয়েছে ইসরাইল। রোববার (২০) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
হুথি নিধনে ওয়াশিংটনের অভিযান
সম্প্রতি লোহিত সাগরে লাগাতার হুথি যোদ্ধাদের আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলের দোসর দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। ২০২৩ সালের নভেম্বর থেকে এসব বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী।