যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার (১৯ অক্টোবর) দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, হামাস যোদ্ধারাই প্রথম যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার রাইফেল থেকে গুলি ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন।
তার ভাষায়, দুটি ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী বলেছেন—রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর যুদ্ধবিমান থেকে দু’দফা হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে।

সরকারি সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, হামাস সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ের পরই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যাতে ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন এবং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরেই এই নতুন সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ইসরায়েলি বাহিনীর সহায়তাকারী এসব গোষ্ঠীর সদস্যদের “ঘৃণিত সহযোগী” হিসেবে দেখেন ফিলিস্তিনিরা।
অভিযোগ রয়েছে, হামাস ওই গোষ্ঠীর সদস্যদের ধরতে রাফাহ এলাকা ঘিরে অভিযান পরিচালনা করছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাকি দুটি রানওয়ে সচল রাখা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে

২০ মিনিট আগে

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী বলেছেন—রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর যুদ্ধবিমান থেকে দু’দফা হামলা চালানো হয়

১৬ ঘণ্টা আগে

অভিযুক্তের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রায় দেওয়া হয়েছে। এর আগে আবুধাবি ক্রিমিনাল কোর্টও একই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। পরবর্তী আপিল আদালতও রায় বহাল রাখে এবং অভিযুক্ত আর কোনো আপিল না করায় রায় চূড়ান্ত হয়

১৭ ঘণ্টা আগে

আলোচনায় আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ

১ দিন আগে