যুদ্ধবিরতি কার্যকর থাকা নির্ভর করছে তালেবানের ওপর : পাক প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা নির্ভর করছে তালেবানের ওপর—তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম কি না।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষ ও প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় একটি সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার (২১ অক্টোবর)

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, আফগানিস্তান থেকে যদি কোনো হামলা বা অনুপ্রবেশ ঘটে, সেটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সবকিছুই এই একটি শর্তের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা বন্ধে ব্যর্থ হলে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে।

তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক এবং কাতারের অংশগ্রহণে স্বাক্ষরিত এই লিখিত চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে—কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যতক্ষণ না চুক্তি লঙ্ঘন হয়, ততক্ষণ যুদ্ধবিরতি বহাল থাকবে।”

আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং এতে আফগান তালেবানের “নীরব সমর্থন” রয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগান তালেবান বলছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না। বরং ইসলামাবাদ আফগানিস্তান নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং নিজ ভূখণ্ডেই সন্ত্রাসীদের লালন করছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, দোহা বৈঠকে দুই দেশ সম্মত হয়েছে যে, তারা একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না এবং কোনো পাকিস্তানবিরোধী গোষ্ঠীকে সমর্থনও করবে না।

পাক প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, তুরস্কের ইস্তাম্বুলে।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলায় ৩১১ সেনা সদস্যসহ মোট ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগ হামলার জন্য দায়ী টিটিপি।

এ দিকে আফগান তালেবান শুধু পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেনি, বরং সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করে, যা ইসলামাবাদকে ক্ষুব্ধ করে তোলে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

৬ ঘণ্টা আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

৭ ঘণ্টা আগে

ই মসজিদটি দেশটির অন্যতম সুন্দর স্থাপনার মধ্যে একটি। নীল মসজিদকে হযরত আলী (রাঃ)-এর কবর হিসেবে দাবি করা হলেও, ঐতিহাসিক দলিল অনুযায়ী হযরত আলীকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল

৭ ঘণ্টা আগে