শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণরূপে ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ীভাবে সেখানে থাকা বা না থাকা সম্পূর্ণরূপে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল এই প্রশ্নটি উত্থাপন করেন।

জয়শঙ্কর জানান, “তিনি (শেখ হাসিনা) বিশেষ পরিস্থিতির কারণে ভারতে এসেছিলেন। সেই পরিস্থিতি এবং প্রেক্ষাপটই এখানে তাঁর অবস্থানের মূল কারণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণরূপে তাঁর নিজের হাতে।” তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সেটি সমালোচনার নয়, বরং বাস্তব পরিস্থিতির প্রভাব।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এরপর গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এর পরেও নয়াদিল্লি তাঁর ফেরত পাঠানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

জয়শঙ্কর সংবাদ সম্মেলনে আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃস্থাপন অত্যন্ত জরুরি। আমরা দেখতে চাই, একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও দৃঢ় ও ভারসাম্যপূর্ণ হবে। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফল আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল ও পরিপক্বভাবে প্রভাব ফেলবে। আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে।”

এদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত ও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নয়াদিল্লি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

৬ ঘণ্টা আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৪ দিন আগে