চেন্নাইয়ের অরবিন্দ শ্রীনিবাস ভারতের সবচেয়ে কমবয়সী ধনকুবের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ভারতের সবচেয়ে কম বয়সী ধনকুবের অরবিন্দ শ্রীনিবাস । ৩১ বছর বয়সেই তাঁর সম্পদের পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি রুপি।

চেন্নাইয়ে জন্ম নেওয়া এ তরুণ পেশায় এআই উদ্যোক্তা ।এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটির’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা। প্রযুক্তি খাতে অরবিন্দ ও তাঁর প্রতিষ্ঠান বেশ সুনাম কুড়িয়েছে। শক্ত ভিত্তি গড়ে তুলেছে। বিশেষ করে সৃষ্টিশীল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায়।

অরবিন্দের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন, তামিলনাড়ুর চেন্নাইয়ে। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি তাঁর বেশ আগ্রহ ছিল। আইআইটি মাদ্রাজে পড়াশোনা করেছেন। তখনই তিনি ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ ও ‘অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের’ ওপর কোর্স পড়িয়েছেন।

পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান অরবিন্দ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে ২০২১ সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তিনি ২০২০–২১ সালের স্প্রিং সেমিস্টারে ‘ডিপ আনসুপারভাইজড লার্নিং’ পড়ান। নিজের লিংকডইন প্রোফাইলে এটা উল্লেখ করেছেন অরবিন্দ।

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় কাজের অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরেছেন অরবিন্দ। কাজ করেছেন প্রযুক্তি জায়ান্ট ওপেনএআইয়ে। পরে যুক্তরাজ্যের লন্ডনে ডিপমাইন্ডে যোগ দেন। গুগলেও কাজের দারুণ অভিজ্ঞতা রয়েছে এ তরুণের। পরে ‘রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে আবার ওপেনএআইয়ে ফিরেন অরবিন্দ। যুক্ত হন গবেষণার কাজে।

সময়টা ২০০২ সালের আগস্ট মাস। অরবিন্দের বয়স তখন ২৮ বছর। ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কি নামে দুই ব্যক্তির সঙ্গে অরবিন্দ গড়ে তোলেন নিজেদের উদ্যোগ ‘পারপ্লেক্সিটি’। তাঁদের এ উদ্যোগ এআইচালিত চ্যাটভিত্তিক সার্চ ইঞ্জিন জিপিটি-৩–এর মতো মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত, নির্ভুল আর বিশ্বাসযোগ্য উত্তর দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল তার নতুন মন্ত্রিসভায় বিশিষ্ট মুসলিম নারী রাজনীতিবিদ ও ব্যবসায়ী জুবাইদা থাইসেতকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োগ দিয়েছেন

১ দিন আগে

২০১৯ সালের ৫ই আগস্ট যখন নরেন্দ্র মোদি সরকার সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মিরের (লাদাখ তখন ওই রাজ্যের অংশ ছিল) বিশেষ স্বীকৃতি বাতিল করে এবং কাশ্মির ও লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে তখন সোনাম ওয়াংচুক সেই সিদ্ধান্তকেও সর্বতোভাবে সমর্থন করেছিলেন

৩ দিন আগে

দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা রয়টার্সকে বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও খারাপ

৩ দিন আগে

মারিয়াম চার্চে ভার্জিন মেরি উৎসব পালনের জন্য সমবেত হয়েছিলেন ভক্তরা।কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ হঠাৎ করে ভেঙে পড়ে বহু মানুষ চাপা পড়েন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

৩ দিন আগে