ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠক আজ

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
মোদির সঙ্গে ভ্যান্স। ফাইল ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার সকালে (২১ এপ্রিল) চার দিনের এক সফরে ভারতে পৌঁছেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সঙ্গে রয়েছেন পাঁচ সদস্যের উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। এদের মধ্যে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

এসময় ভ্যান্সের সফরসঙ্গী হয়েছেন, তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভুত ঊষা ভ্যান্স, তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নয়া দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করেছে।

এনডিটিভি বলছে, আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

এদিকে টাইমস অব ইন্ডিয়া বলছে, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে সমাধান হয় কিনা তা নিয়ে রয়েছে জল্পনাও। আর এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মোদি-ভ্যান্স অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন। এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত শপথ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

দপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিক্ষার্থী আইন লঙ্ঘন করেছেন বা ভিসার মেয়াদ অতিরিক্ত সময় অবস্থান করেছেন।

১২ ঘণ্টা আগে

ইউক্রেনের নিরাপত্তায় বড় পরিসরে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রতিবেশী দেশ হিসেবে প্রথমে ইউরোপকে নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে। এতে যুক্তরাষ্ট্রও যুক্ত হবে

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

১ দিন আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১ দিন আগে