ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় তৃতীয় রাতের মতো গোলাগুলি

প্রতিনিধি
নিখাদ বিশ্ব
Thumbnail image

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে। এর আগে, শনিবার রাতেও পাকিস্তান ও ভারতের সেনারা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলি চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। আমাদের সেনারাও উপযুক্ত ছোট অস্ত্র দিয়ে কার্যকরভাবে জবাব দিয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, এই নিয়ে পরপর তিন রাত এলওসিতে গোলাগুলির ঘটনা ঘটল।

গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত।

ভারতের অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে পাকিস্তান।

ইসলামাবাদ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানকে ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা 'অযৌক্তিক' বলে উল্লেখ করে, তারা ভারতের যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে।

রোববার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান 'বিনা উস্কানিতে' হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।

পাকিস্তান এখনও সর্বশেষ গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে

১ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে

৪ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে

৫ দিন আগে

কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় জব্দকৃত রাসায়নিক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন

৫ দিন আগে