ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় তৃতীয় রাতের মতো গোলাগুলি

প্রতিনিধি
নিখাদ বিশ্ব
Thumbnail image

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে। এর আগে, শনিবার রাতেও পাকিস্তান ও ভারতের সেনারা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলি চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। আমাদের সেনারাও উপযুক্ত ছোট অস্ত্র দিয়ে কার্যকরভাবে জবাব দিয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, এই নিয়ে পরপর তিন রাত এলওসিতে গোলাগুলির ঘটনা ঘটল।

গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত।

ভারতের অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে পাকিস্তান।

ইসলামাবাদ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তানকে ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা 'অযৌক্তিক' বলে উল্লেখ করে, তারা ভারতের যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক রয়েছে।

রোববার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান 'বিনা উস্কানিতে' হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।

পাকিস্তান এখনও সর্বশেষ গোলাগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ভারতের দিকে তাক করা আছে পাকিস্তানের ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র। ঘোরি, শাহিন, গজনবি মিসাইল প্রস্তুত রয়েছে এবং যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে তারা সর্বাত্মক প্রস্তুত আছে।

১৭ ঘণ্টা আগে

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

১৭ ঘণ্টা আগে

পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মদদদাতা বলে অভিযোগ করেছে। ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে।

২ দিন আগে

রাখাইনে মানবিক সহায়তার ক্ষেত্রে মানবিক করিডর স্থাপনের জন্য আগে মিয়ানমার ও বাংলাদেশ সরকারকে একমত হতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে