আকাশে উড়ছে ৫০০, ২০০, ১০০ রুপির নোট

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২২
Thumbnail image
ছবি: সংগৃহীত

রুপির বৃষ্টি। আকাশে উড়ছে ৫০০, ২০০, ১০০ রুপির নোট, নীচে টাকা কুড়োতে ব্যাপক হুড়োহুড়ি। এদিকে মাথায় হাত তদন্তকারী কর্মকর্তাদের। এবার কী করবেন তারা?

এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে চলছিল তল্লাশি। বাড়ি থেকে থরে থরে সাজানো রুপির বান্ডিল উদ্ধার হয়। রুপি বাজেয়াপ্ত করার আগেই ওই ইঞ্জিনিয়ার তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিতে থাকেন সেই রুপি। ব্যস, হাওয়ায় উড়তে থাকে ৫০০ রুপির নোট। আর তা দেখে তো থ তদন্তকারীরাও।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভিজিল্যান্স বিভাগ তল্লাশি করতে আসছে জানতে পেরে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল ছুঁড়ে মারেন গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। এ সময় বাইরে রুপির বৃষ্টি হতে দেখা যায়।

দুর্নীতি এবং আয়ের বাইরে সম্পদ রয়েছে এমন অভিযোগে এসব অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। সড়ক বিভাগের এই প্রধান প্রকৌশলী আরও তদন্তের আওতায় রয়েছেন।

ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলিসহ (পুরী) সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই প্রকৌশলীর প্রায় ২.১ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ।

এনডিটিভি বলছে, একটি নাটকীয় ঘটনায়, ভিজিল্যান্স অফিসাররা আসার সাথে সাথে শ্রী সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ রুপির বান্ডিল ছুঁড়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে বান্ডিলগুলো উদ্ধার করা হয়।

সারঙ্গির আয়ের উৎসের তুলনায় অপ্রতুল সম্পদের মালিকানার অভিযোগের পর চালানো হয় এই তল্লাশি। আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ২৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল তল্লাশিটি চালাতে অংশ নেন।

তল্লাশি অভিযানের ভিডিওতে দেখা যায়, অফিসাররা নগদ রুপির স্তূপ গুনছেন, যার মধ্যে বেশির ভাগই ৫০০ রুপি নোটের বান্ডিল। এ ছাড়া ছিল ৫০, ১০০ এবং ২০০ রুপির নোটের কিছু বান্ডিলও।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

১৭ ঘণ্টা আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

১৮ ঘণ্টা আগে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

১৮ ঘণ্টা আগে

ই মসজিদটি দেশটির অন্যতম সুন্দর স্থাপনার মধ্যে একটি। নীল মসজিদকে হযরত আলী (রাঃ)-এর কবর হিসেবে দাবি করা হলেও, ঐতিহাসিক দলিল অনুযায়ী হযরত আলীকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল

১৮ ঘণ্টা আগে