পাকিস্থানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার ভারতের

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিদুঁর’-এ তেলআবিবের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে তৈরি বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরাইলি হার্পি ড্রোন পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

চার দিনব্যাপী এ সংঘর্ষের সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারতের হামলার মধ্য দিয়ে।

পাল্টা জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে একাধিক ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) ও বহু ড্রোন ভূপাতিত হয়। ৮৭ ঘণ্টার সংঘাত শেষে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

নেতানিয়াহু এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে জানান, তিনি ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং-এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন এবং পরে শীর্ষ ভারতীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেছেন।

তার ভাষায়, ‘আমরা আগে যা সরবরাহ করেছি, তা মাঠে খুব ভালো কাজ করেছে… আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি।’

এদিকে, মুম্বাইয়ে ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি ‘অপারেশন সিদুঁর’-কে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে