হামলা-পাল্টা হামলায় শঙ্কিত দুই দেশের মানুষ
নিখাদ বিশ্ব
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন নয়, বরং বেশ পরিচিত। তবে এবারের ইস্যুটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা।
এর আগে, ২০১৬ সালে কাশ্মীরের উরিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনার মৃত্যুর পর পাকিস্তানের 'সশস্ত্র বাহিনীর ঘাঁটি' লক্ষ্য করে 'সার্জিক্যাল স্ট্রাইক' করেছিল ভারত। ২০১৯ সালে পুলওয়ামায় বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ জনের মৃত্যুর পর বালাকোটের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়। ১৯৭১ সালের পর সেটাই ছিলো পাকিস্তানের অভ্যন্তরে প্রথম এই ধরনের হামলা। এরপর দুই দেশের মধ্যে 'প্রতিশোধমূলক অভিযান' এবং আকাশপথে লড়াই শুরু হয়ে যায়।
এই দুই ঘটনায় সেনাবাহিনীকে লক্ষ্য করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ের হোটেল, রেলস্টেশন ও ইহুদি কেন্দ্রে যে ভয়াবহ হামলা চালানো হয়, সেখানে নিশানায় ছিলেন বেসামরিক নাগরিক। মুম্বাইয়ের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন ব্যক্তি।
ভারত প্রতিবারই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই জাতীয় হামলার জন্য দায়ী করেছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে সমর্থনের অভিযোগও তুলেছে। প্রতিউত্তরে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে আসছে।
এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বার বার উত্তেজনাও তৈরি হয়েছে। কিন্তু ২০১৬ সালের পর থেকে, বিশেষত ২০১৯ সালের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এই সীমা 'নাটকীয়ভাবে' বদলে গেছে।
ভারতের দিক থেকে 'নতুন নিয়ম' হয়ে দাঁড়িয়েছে আন্তঃসীমান্ত ও বিমান হামলা এবং তার প্রত্ত্যুতর মিলেছে পাকিস্তানের পক্ষ থেকেও। দুই দিকের পদক্ষেপ বিদ্যমান 'অস্থিতিশীল' পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।
বিশেষজ্ঞদের মতে আরও একবার ভারতের সামনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার সামনে খোলা আছে দু'টো পথ–– সাম্প্রতিক হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া দেখানো অথবা সংযম। তবে এই দুয়ের মধ্যে 'ভারসাম্য রক্ষার' কাজ সহজ নয়।
পহেলগাম হামলার পর দিল্লি দ্রুত পাল্টা পদক্ষেপ নিয়েছে যে তালিকায় রয়েছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, গুরুত্বপূর্ণ জল বণ্টন চুক্তি স্থগিত করা, কূটনীতিকদের বহিষ্কার করা এবং পাকিস্তানি নাগরিকদের বেশিরভাগ ভিসা বন্ধ করে দেওয়া।
এরইমধ্যে দুই দেশের মাঝে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনাও প্রকাশ্যে এসেছে।
পাশাপাশি, বাণিজ্যিক ও সামরিকসহ সব পাকিস্তানি বিমানকে ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে। ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের অনুরূপ পদক্ষেপের প্রতিফলন দিল্লির এই সিদ্ধান্ত।
পাকিস্তান পাল্টা ভিসা স্থগিত করেছে এবং ভারতের সঙ্গে ১৯৭২ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করেছে।
এদিকে, সিন্ধু জল চুক্তি বাতিল করার যে হুমকি ভারত দিয়েছে, তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ভারত যদি এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় তা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদি ও গুরুতর পরিণতি বয়ে আনবে।"
নিখাদ খবর/এনএম
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন নয়, বরং বেশ পরিচিত। তবে এবারের ইস্যুটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা।
এর আগে, ২০১৬ সালে কাশ্মীরের উরিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনার মৃত্যুর পর পাকিস্তানের 'সশস্ত্র বাহিনীর ঘাঁটি' লক্ষ্য করে 'সার্জিক্যাল স্ট্রাইক' করেছিল ভারত। ২০১৯ সালে পুলওয়ামায় বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ জনের মৃত্যুর পর বালাকোটের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়। ১৯৭১ সালের পর সেটাই ছিলো পাকিস্তানের অভ্যন্তরে প্রথম এই ধরনের হামলা। এরপর দুই দেশের মধ্যে 'প্রতিশোধমূলক অভিযান' এবং আকাশপথে লড়াই শুরু হয়ে যায়।
এই দুই ঘটনায় সেনাবাহিনীকে লক্ষ্য করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ের হোটেল, রেলস্টেশন ও ইহুদি কেন্দ্রে যে ভয়াবহ হামলা চালানো হয়, সেখানে নিশানায় ছিলেন বেসামরিক নাগরিক। মুম্বাইয়ের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন ব্যক্তি।
ভারত প্রতিবারই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই জাতীয় হামলার জন্য দায়ী করেছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে সমর্থনের অভিযোগও তুলেছে। প্রতিউত্তরে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে আসছে।
এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বার বার উত্তেজনাও তৈরি হয়েছে। কিন্তু ২০১৬ সালের পর থেকে, বিশেষত ২০১৯ সালের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এই সীমা 'নাটকীয়ভাবে' বদলে গেছে।
ভারতের দিক থেকে 'নতুন নিয়ম' হয়ে দাঁড়িয়েছে আন্তঃসীমান্ত ও বিমান হামলা এবং তার প্রত্ত্যুতর মিলেছে পাকিস্তানের পক্ষ থেকেও। দুই দিকের পদক্ষেপ বিদ্যমান 'অস্থিতিশীল' পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।
বিশেষজ্ঞদের মতে আরও একবার ভারতের সামনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে তার সামনে খোলা আছে দু'টো পথ–– সাম্প্রতিক হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া দেখানো অথবা সংযম। তবে এই দুয়ের মধ্যে 'ভারসাম্য রক্ষার' কাজ সহজ নয়।
পহেলগাম হামলার পর দিল্লি দ্রুত পাল্টা পদক্ষেপ নিয়েছে যে তালিকায় রয়েছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, গুরুত্বপূর্ণ জল বণ্টন চুক্তি স্থগিত করা, কূটনীতিকদের বহিষ্কার করা এবং পাকিস্তানি নাগরিকদের বেশিরভাগ ভিসা বন্ধ করে দেওয়া।
এরইমধ্যে দুই দেশের মাঝে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনাও প্রকাশ্যে এসেছে।
পাশাপাশি, বাণিজ্যিক ও সামরিকসহ সব পাকিস্তানি বিমানকে ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে। ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের অনুরূপ পদক্ষেপের প্রতিফলন দিল্লির এই সিদ্ধান্ত।
পাকিস্তান পাল্টা ভিসা স্থগিত করেছে এবং ভারতের সঙ্গে ১৯৭২ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করেছে।
এদিকে, সিন্ধু জল চুক্তি বাতিল করার যে হুমকি ভারত দিয়েছে, তাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তারা মনে করেন, ভারত যদি এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় তা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদি ও গুরুতর পরিণতি বয়ে আনবে।"
নিখাদ খবর/এনএম
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বরাত দিয়ে এক পোস্টে জানিয়েছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের চাহিদামাফিক সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব সরঞ্জাম ক্রয়ে ১৩ কোটি ১০ লাখ ডলার খরচ করবে ভারত।
৭ ঘণ্টা আগেসিঙ্গাপুরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে।
১১ ঘণ্টা আগেভারতের রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি ভারত।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোপের সাজ নিয়ে নিজের ছবি পোস্ট করায় ক্যাথলিকদের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ ঘণ্টা আগেভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন নয়, বরং বেশ পরিচিত। তবে এবারের ইস্যুটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বরাত দিয়ে এক পোস্টে জানিয়েছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের চাহিদামাফিক সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব সরঞ্জাম ক্রয়ে ১৩ কোটি ১০ লাখ ডলার খরচ করবে ভারত।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে।
ভারতের রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি ভারত।