বিধ্বস্ত বিমানটিতে সম্ভবত কেউই বেঁচে নেই: স্থানীয় পুলিশপ্রধান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমান বিধ্বস্তের ঘটনায ২৪২ জন আরোহীর সকলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আবাসিক এলাকায় বিধস্ত হয়েছে তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্য আরো বাড়তে পারে।

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এএফপি ও এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

২৩০ জন যাত্রীর মধ্যে ১২ জন ক্রু। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডীয় এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিল।

5e3b8a11-67a4-4ede-94c8-326ba41cd74d

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে আছড়ে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি সর্বোচ্চ প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই আহমেদাবাদের কাছাকাছি চিকিৎসকদের আবাসিক হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া ওঠে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকাজ চালাতে ২০টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে যাতে উদ্ধারকাজে ব্যাঘাত না ঘটে। জরুরি বাহিনী এখনও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে