পারমানবিক ও ক্ষেপনাস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন শাহবাজ শরিফ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটির সভা আহ্বান করেছেন। শনিবার (১০ মে) সকালে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

খবর সিএনএনের খবরে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটির সভা আহ্বান করেছেন। এ অথরিটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।

অত্যান্ত গোপনীয়তার সঙ্গে এ সভা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভারতের চলমান হামলা মোকাবিলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী সব অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে।

এর আগে ভোরে খবর আসে, ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা। কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।

এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। এখন পর্যন্ত পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। সে সঙ্গে ভারতের পাল্টা হামলার আশঙ্কা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অপারেশন সিন্দুরই এখন থেকে ‘সন্ত্রাসবাদের মোকাবেলায়’ ভারতের নীতি হয়ে উঠবে। এটাই নিউ নরমাল। ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের পর জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণে আজ সোমবার তিনি একথা বলেন।

২ ঘণ্টা আগে

মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে্‌ সোমবার (১২ মে) এই হামলা চালানো হয়।

৪ ঘণ্টা আগে

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের তিন বাহিনীর প্রধান (স্থল, নৌ ও বিমান বাহিনী), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

৮ ঘণ্টা আগে

যুদ্ধ বিরতির অনুুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি। একই সঙ্গে পাকিস্তানে কোনও আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও খুবই নির্দয়। এমন হুঁশিয়ারিই উচ্চারণ পাকিস্তানের সেনাবাহিনী।

১২ ঘণ্টা আগে