নিখাদ খবর ডেস্ক
দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফরে রয়েছেন। এসময় জেদ্দায় পৌঁছানোর পর সৌদি আরবকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদি।
আরব নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের অংশীদারিত্বের সম্ভাবনা সীমাহীন। অনিশ্চয়তায় ভরা বিশ্বে আমাদের সম্পর্ক এক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে।
২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে বলে জানান মোদি।
সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য।
সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ হাইড্রোজেন উৎপাদনসহ উদীয়মান খাতগুলোতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বিশ্ব মঞ্চে সৌদির উত্থানে ভারতের শুভেচ্ছা
সৌদি আরবের ২০৩০ বিশ্ব এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়াকে ‘অত্যন্ত গর্বের’ বিষয় হিসেবে উল্লেখ করেন মোদি। তিনি জানান, এই দুটি বৃহৎ ইভেন্ট সৌদির অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করবে এবং ভারতীয় কোম্পানিগুলোর জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।
জ্বালানি ও প্রতিরক্ষা খাতে দৃঢ়তর সংযুক্তি
ভারতের জ্বালানি নিরাপত্তায় সৌদির ভূমিকার কথা তুলে ধরে মোদি বলেন, শুধু তেল রফতানিকারক হিসেবেই নয়, সৌদির সঙ্গে যৌথ প্রকল্পের মাধ্যমে জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে। সৌদির সঙ্গে বিদ্যুৎ গ্রিড সংযোগ, সবুজ জ্বালানি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতেও পারস্পরিক উদ্যোগের প্রসার ঘটছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামরিক মহড়া, সন্ত্রাসবিরোধী অভিযান, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে সৌদির অংশগ্রহণের আহ্বান জানান মোদি।
আইএমইইইসি: ২১ শতকের ‘নতুন সিল্ক রুট’
জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ঘোষিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনোমিক করিডোর (আইএমইইইসি) প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, “এই করিডোর এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন সংযোগ গড়ে তুলবে—শুধু পণ্য নয়, বিদ্যুৎ, তথ্য এবং সবুজ জ্বালানির আদান-প্রদানেও এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”
প্রবাসী ভারতীয়দের অবদান
সৌদিতে অবস্থানরত ২৭ লাখ ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বন্ধনের শক্তি’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। সৌদি আরবে ভারতীয়দের প্রতি ক্রাউন প্রিন্সের সদয় মনোভাব এবং সহানুভূতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ হাইড্রোজেন উৎপাদনসহ উদীয়মান খাতগুলোতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সৌদিতে অবস্থানরত ২৭ লাখ ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বন্ধনের শক্তি’ বলে অভিহিত করেন মোদি। এ জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য।
দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফরে রয়েছেন। এসময় জেদ্দায় পৌঁছানোর পর সৌদি আরবকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন নরেন্দ্র মোদি।
আরব নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের অংশীদারিত্বের সম্ভাবনা সীমাহীন। অনিশ্চয়তায় ভরা বিশ্বে আমাদের সম্পর্ক এক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে।
২০১৯ সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমাত্রিক রূপে প্রসারিত হয়েছে বলে জানান মোদি।
সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য।
সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ হাইড্রোজেন উৎপাদনসহ উদীয়মান খাতগুলোতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বিশ্ব মঞ্চে সৌদির উত্থানে ভারতের শুভেচ্ছা
সৌদি আরবের ২০৩০ বিশ্ব এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়াকে ‘অত্যন্ত গর্বের’ বিষয় হিসেবে উল্লেখ করেন মোদি। তিনি জানান, এই দুটি বৃহৎ ইভেন্ট সৌদির অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করবে এবং ভারতীয় কোম্পানিগুলোর জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।
জ্বালানি ও প্রতিরক্ষা খাতে দৃঢ়তর সংযুক্তি
ভারতের জ্বালানি নিরাপত্তায় সৌদির ভূমিকার কথা তুলে ধরে মোদি বলেন, শুধু তেল রফতানিকারক হিসেবেই নয়, সৌদির সঙ্গে যৌথ প্রকল্পের মাধ্যমে জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে। সৌদির সঙ্গে বিদ্যুৎ গ্রিড সংযোগ, সবুজ জ্বালানি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতেও পারস্পরিক উদ্যোগের প্রসার ঘটছে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামরিক মহড়া, সন্ত্রাসবিরোধী অভিযান, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে সৌদির অংশগ্রহণের আহ্বান জানান মোদি।
আইএমইইইসি: ২১ শতকের ‘নতুন সিল্ক রুট’
জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ঘোষিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনোমিক করিডোর (আইএমইইইসি) প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, “এই করিডোর এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন সংযোগ গড়ে তুলবে—শুধু পণ্য নয়, বিদ্যুৎ, তথ্য এবং সবুজ জ্বালানির আদান-প্রদানেও এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”
প্রবাসী ভারতীয়দের অবদান
সৌদিতে অবস্থানরত ২৭ লাখ ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বন্ধনের শক্তি’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। সৌদি আরবে ভারতীয়দের প্রতি ক্রাউন প্রিন্সের সদয় মনোভাব এবং সহানুভূতির ভূয়সী প্রশংসা করেন তিনি।
সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি ও প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ হাইড্রোজেন উৎপাদনসহ উদীয়মান খাতগুলোতে যৌথ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
সৌদিতে অবস্থানরত ২৭ লাখ ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বন্ধনের শক্তি’ বলে অভিহিত করেন মোদি। এ জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর এবার ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪ ঘণ্টা আগেসম্প্রতি পেহেলগামে হামলার পর থেকেই ভারত শাসিত কাশ্মীরে সৈন্যরা বাসিন্দাদের ব্যক্তিগত বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছেন। পেহেলগাম হামলা বা স্বাধীনতাকামী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের পারিবারিক বাড়ি এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না।
৫ ঘণ্টা আগেসম্প্রতি সময়ে বিশ্বের নানা দেশে একের পর এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনে চলেছে। এ ধারাবাহিকতায় এবারে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আনাদোলু
৫ ঘণ্টা আগেবিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবারে সৌদি আরবের কাছে এক হাজার এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আর এই এক হাজার ক্ষেপণাস্ত্রের মোট মূল্য দাঁড়াবে ৩৫০ কোটি ডলার।
৫ ঘণ্টা আগেসম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর এবার ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি পেহেলগামে হামলার পর থেকেই ভারত শাসিত কাশ্মীরে সৈন্যরা বাসিন্দাদের ব্যক্তিগত বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছেন। পেহেলগাম হামলা বা স্বাধীনতাকামী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের পারিবারিক বাড়ি এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না।
সম্প্রতি সময়ে বিশ্বের নানা দেশে একের পর এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনে চলেছে। এ ধারাবাহিকতায় এবারে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আনাদোলু
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবারে সৌদি আরবের কাছে এক হাজার এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আর এই এক হাজার ক্ষেপণাস্ত্রের মোট মূল্য দাঁড়াবে ৩৫০ কোটি ডলার।