তিন বাহিনী সাথে জরুরি বৈঠকে বসেছেন মোদি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের তিন বাহিনীর প্রধান (স্থল, নৌ ও বিমান বাহিনী), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সোমবার (১২ মে) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

উচ্চপর্যায়ের এ বৈঠকের সভাপতিত্ব করছেন মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত। এর জেরে কূটনৈতিক বিরোধিতা সামরিক সংঘাতে রূপ নেয়। কয়েক দিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দুই দিনের মাথায় মোদির বৈঠকটি হচ্ছে।

এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরাও সোমবার উত্তেজনা কমানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বৈঠক করার কথা রয়েছে। এর আগে মোদির বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় তা ভিন্ন গুরুত্ব পাচ্ছে। ধারণ করা হচ্ছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (রনডব্লিউ) প্রধান রবি সিনহাও এই বৈঠকে অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ভারত নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে