নিখাদ খবর ডেস্ক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে গতকাল শনিবার ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন দুটি গাড়িকে লক্ষ্যস্থল করে হামলাটি চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দুটির ভেতর ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।
গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বে বিভিন্ন ত্রাণ ও মানবিক সংস্থা স্থানীয় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিতে তৎপরত হয়ে ওঠে, বিশেষভাবে রোজা শুরু হওয়ার পর থেকে। আল-খাইর নামের একটি ত্রাণ সংস্থা বেইত লাহিয়ায় একটি গাড়িতে করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সাংবাদিক ও ফটো সাংবাদিকদের একটি গাড়ি তাদের অনুসরণ করছিল। এই সাংবাদিকরা গাজায় চলমান তীব্র মানবিক সংকটের মধ্যে পরিবারগুলো কীভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তা নথিবদ্ধ করার চেষ্টা করছিলেন। তাদের সবাইকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল আর সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসীদের ওপর আঘাত হানে, নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই তারা এমনটি বলেছে, জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়ে একে ‘ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা ‘যুদ্ধাপরাধের ধারাবাহিকতা’ বলে অভিযোগ করেছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৮১ জন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে গতকাল শনিবার ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন দুটি গাড়িকে লক্ষ্যস্থল করে হামলাটি চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দুটির ভেতর ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।
গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বে বিভিন্ন ত্রাণ ও মানবিক সংস্থা স্থানীয় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিতে তৎপরত হয়ে ওঠে, বিশেষভাবে রোজা শুরু হওয়ার পর থেকে। আল-খাইর নামের একটি ত্রাণ সংস্থা বেইত লাহিয়ায় একটি গাড়িতে করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সাংবাদিক ও ফটো সাংবাদিকদের একটি গাড়ি তাদের অনুসরণ করছিল। এই সাংবাদিকরা গাজায় চলমান তীব্র মানবিক সংকটের মধ্যে পরিবারগুলো কীভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তা নথিবদ্ধ করার চেষ্টা করছিলেন। তাদের সবাইকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল আর সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসীদের ওপর আঘাত হানে, নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই তারা এমনটি বলেছে, জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়ে একে ‘ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা ‘যুদ্ধাপরাধের ধারাবাহিকতা’ বলে অভিযোগ করেছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৮১ জন।

প্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোট হিসেবে বিবেচিত
২ ঘণ্টা আগে
যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য
১ দিন আগে
ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে
২ দিন আগে
এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে
২ দিন আগেপ্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কে অন্য কোনো নির্বাচনে সর্বাধিক আগাম ভোট হিসেবে বিবেচিত
যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য
ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে
এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে