গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৯

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০: ৫১
Thumbnail image
গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহতদের লাশের সারি। ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে গতকাল শনিবার ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন দুটি গাড়িকে লক্ষ্যস্থল করে হামলাটি চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দুটির ভেতর ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।

গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বে বিভিন্ন ত্রাণ ও মানবিক সংস্থা স্থানীয় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিতে তৎপরত হয়ে ওঠে, বিশেষভাবে রোজা শুরু হওয়ার পর থেকে। আল-খাইর নামের একটি ত্রাণ সংস্থা বেইত লাহিয়ায় একটি গাড়িতে করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। সাংবাদিক ও ফটো সাংবাদিকদের একটি গাড়ি তাদের অনুসরণ করছিল। এই সাংবাদিকরা গাজায় চলমান তীব্র মানবিক সংকটের মধ্যে পরিবারগুলো কীভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তা নথিবদ্ধ করার চেষ্টা করছিলেন। তাদের সবাইকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহতের স্বজনদের আর্তনাদ। ছবি: রয়টার্স
গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহতের স্বজনদের আর্তনাদ। ছবি: রয়টার্স

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল আর সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হয়ে উঠেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসীদের ওপর আঘাত হানে, নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই তারা এমনটি বলেছে, জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়ে একে ‘ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা ‘যুদ্ধাপরাধের ধারাবাহিকতা’ বলে অভিযোগ করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত ৪৮ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৮১ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

২২ এপ্রিলে পেহেলগাম হামলার পর থেকেই ভারতের সঙ্গে চরম উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের। আর এর মধ্যেই সম্পর্কের মধ্যে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদী ‘আবদালি’ নামের সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়।

১০ ঘণ্টা আগে

ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। এ বিষয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক জানিয়েছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

১০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ফের নিরঙ্কুশ জয়ের মালা পড়তে যাচ্ছেন দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।

১০ ঘণ্টা আগে

ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে জোসেফ কুবা নামক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। অনলাইন আল জাজিরা।

১২ ঘণ্টা আগে