এবার ইয়েমেনের ড্রোন হামলা ইসরায়েলের বিমানবন্দরে

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইসরায়েলে আবারও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাত শহরের কাছে অবস্থিত রামন বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটেছে। ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে বলে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম শাহাব নিউজ এজেন্সি, যা ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।

রোববার (৭ সেপ্টেম্বর) হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইসরায়েলি নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম ইসরাইল হায়োম ও চ্যানেল ১৪ জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল রামন বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। ড্রোনটি সোজা সেখানে আঘাত হানে বলে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় অন্তত দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ড্রোনটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত হুথি গোষ্ঠী বা ইয়েমেনি কর্তৃপক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন সকালে রামন বিমানবন্দরে ড্রোন আঘাতের ঘটনায় কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল, পরে তা পুনরায় চালু করা হয়। তবে এই নতুন হামলায় বিমানবন্দরের কার্যক্রম ফের স্থবির হয়ে পড়েছে।

সবশেষ জানা গেছে, আঘাত হানার পর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমানবন্দরটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

১৭ ঘণ্টা আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

১৮ ঘণ্টা আগে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

১৮ ঘণ্টা আগে

ই মসজিদটি দেশটির অন্যতম সুন্দর স্থাপনার মধ্যে একটি। নীল মসজিদকে হযরত আলী (রাঃ)-এর কবর হিসেবে দাবি করা হলেও, ঐতিহাসিক দলিল অনুযায়ী হযরত আলীকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল

১৯ ঘণ্টা আগে