ইরানের নতুন ‘যুদ্ধকালীন’ সেনাপ্রধানকেও হত্যার দাবি ইসরায়েলের

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

এবার ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, আলি শাদমানি ছিলেন ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এবং ‘সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগের’ পর ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলী শাদমানিকে হত্যা করেছে।

উল্লেখ্য, আলি শাদমানিকে সম্প্রতি এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুদ্ধকালীন দপ্তর খাতাম আল-আনবিয়ার প্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল গোলামালি রাশিদ। নিয়মিত সেনাবাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সমন্বয় সাধন করে এই দপ্তর। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে নিহত হন তিনি। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন শাদমানি। এর আগে জেনারেল আলি শাদমানি ইরানের জরুরি কমান্ডের উপ-কমান্ডার এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসরায়েলের প্রাথমিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার, যার মধ্যে শামদানির পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশিদও ছিলেন।

বিশ্লেষকেরা বলছেন, শাদমানিকে হত্যার দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে আরও তীব্র আকার ধারণ করবে ইরান-ইসরায়েল সংঘাত।

এদিকে, ইরানি ভূখণ্ড লক্ষ্য করে ইসরায়েল আরেক দফা হামলা চালিয়ে বলে জানিয়েছে ইরানের মেহের বার্তা সংস্থা। সংস্থাটির তথ্যমতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। মেহর এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তাবরিজ শহরে বিস্ফোরণটি ঘটে। এখনো কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে, বেসামরিক প্রাণহানি ঘটে থাকতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

৩ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

৩ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

৬ ঘণ্টা আগে

ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন

৮ ঘণ্টা আগে