ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করবে মাল্টা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

আজ বুধবার (৩০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।

ফেসবুকে দেওয়া পোস্টে রবার্ট আবেলা বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের অঙ্গীকারই আমাদের অবস্থানকে প্রতিফলিত করে।’

সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে দেশটির সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। সরকারি দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়।

গত মে মাসে আবেলা জুনে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন। তবে সম্মেলনটি পরে স্থগিত করা হয়েছিল।

গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে মঙ্গলবার নিজের মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যদি ইসরাইল গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসানে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

গত বছর মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭০০ জনের বেশি এফ-১ ও জে-১ ভিসা পেয়েছিলেন। এর অর্ধেকের বেশি ভিসা গেছে ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীদের কাছে। তবে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে ভর্তি হয়েও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারছেন না

১৭ ঘণ্টা আগে

শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরাইলের হামলায় পাঁচ জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন

১৯ ঘণ্টা আগে

‘অপারেশন ইন্ডিপেনডেন্স টু হান্ড্রেড’। এর আওতায় দেশটির ৩শ’রও বেশি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর ব্যারাকে হাজির হয়ে প্রশিক্ষণে নাম লেখাচ্ছেন তারা। সেনা কর্মকর্তাদের থেকে হাতে কলমে শিখে নিচ্ছেন যুদ্ধতত্ত্বসহ বিভিন্ন প্রকার অস্ত্রের ব্যবহার

১ দিন আগে

ইসরাইলি বাহিনী গাজায় নতুন অভিযানে একদিনে আরও অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে

১ দিন আগে