ইয়েমেন উপকূলে নৌকাডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে নৌকাটি ডুবে যায় এবং ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল রোববার জানান, উদ্ধারকারী দল সৈকত এবং এর আশেপাশের এলাকা থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাজামিল আরও জানান, নিহতদের দাফনের জন্য স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইয়েমেন এবং হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে অনেকেই যাতায়াত করে থাকেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই পথটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে। বিশেষত সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপূর্ণ দেশ থেকে পালিয়ে আসা মানুষেরা প্রায়শই উন্নত জীবনের সন্ধানে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করেন। এই বিপজ্জনক যাত্রায় পাচারকারীরা প্রায়শই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় করে তাদের নিয়ে যায়, যার ফলে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

১১ মিনিট আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

৩ ঘণ্টা আগে

ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন

৪ ঘণ্টা আগে

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুনের জেলা সেখানে এখনও কমপক্ষে ২০৯ জন নিখোঁজ রয়েছেন, তবে আশঙ্কা করা হচ্ছে যে সংখ্যাটি আরো বাড়তে পারে। বুনেরের ডেপুটি কমিশনার অফিসের মুখপাত্র জাহাঙ্গীর খান বলেছেন, উদ্ধারকারী দল আটটি অজ্ঞাত মৃতদেহ দাফন করেছে। তাদের পরিবারের কোনো সদস্যকে জীবিত পাওয়া যায়নি

৬ ঘণ্টা আগে