অবশেষে মুক্তি পেলেন ৬০০ ফিলিস্তিনি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা যায়

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে দেখা দেওয়া শঙ্কার কালো মেঘ কেটেছে। চুক্তি অনুযায়ী বুধবার রাতে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বন্দি ফিলিস্তিনিদের।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে হস্তান্তর করেছে। ইসরায়েল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৬০০ ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরই চার জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় চার জিম্মির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চারজন জিম্মির মরদেহবাহী কফিন আমরা পেয়েছি। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দির দলকে তারা বাস থেকে নেমে যেতে দেখেছেন। গত সপ্তাহে তাদের মুক্তি দেওয়ার কথা ছিল। তবে জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জেল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকে বন্ধু বা স্বজনেরা কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা যায়।

অন্যদিকে হামাস যে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর। ইসরায়েলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

২২ এপ্রিলে পেহেলগাম হামলার পর থেকেই ভারতের সঙ্গে চরম উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের। আর এর মধ্যেই সম্পর্কের মধ্যে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদী ‘আবদালি’ নামের সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়।

৯ ঘণ্টা আগে

ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। এ বিষয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক জানিয়েছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

১০ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ফের নিরঙ্কুশ জয়ের মালা পড়তে যাচ্ছেন দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।

১০ ঘণ্টা আগে

ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে জোসেফ কুবা নামক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। অনলাইন আল জাজিরা।

১২ ঘণ্টা আগে