নেতানিয়াহুকে নিয়ে যা বললেন প্রাক্তন গোয়েন্দা প্রধান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরায়ইল সিকিউরিটি এজেন্সি (ISA)-এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার-ইন-চিফ আমি আয়ালন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তার শঙ্কার কথা জানিয়েছেন। নেতানিয়াহুকে নিয়ে তিনি বলেন, দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে।

এ প্রসঙ্গে ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেন, চার বছর পর ইসরাইল কেমন হবে, তা আমি বর্ণনা করতে পারব না। পুরো দেশের সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে। আর এই কারণেই, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি, তা হল একটি অস্তিত্বগত সংকট।

তার মতে, নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরাইলি বিচার ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ, যা বিচারক নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও নিয়ন্ত্রণ দেবে।

সেই সঙ্গে আইএসএ পরিচালক রোনেন বারকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাকে প্রতিস্থাপনের জন্য একটি প্রক্রিয়া চালু করার কথাও উল্লেখ করেন আয়ালন।

আইএসএ'র প্রাক্তন পরিচালক বিশ্বাস করেন, নেতানিয়েহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন। কারণ তিনি বুঝতে পারেন, শান্তি প্রতিষ্ঠিত হলে তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়বে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরাইলি বাহিনী গাজায় পুনরায় আগ্রাসন শুরু করে নৃশংসভাবে গণহত্যা সংঘটিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে

১ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে

৪ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে

৫ দিন আগে

কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় জব্দকৃত রাসায়নিক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন

৫ দিন আগে