নিখাদ বিশ্ব

শনিবার ইরানের বন্দর আব্বাসে লাগা ভয়াবহ আগুনের ফলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পৌঁছেছে ১২০০ জনে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে টানা ৪৮ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী।
তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সপ্তাহের শনিবার ইরানের বৃহত্তম কন্টেইনার হাবটির শহীদ রাজাই অংশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটার পর প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এত পুড়ে ছাই হয়ে গেছে শতশত কন্টেইনার।
এদিকে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকার বাতাস কালো ধোয়ায় ভারি হয়ে যায়। ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের গভর্নর।
তিনি বলেছেন, আগুনে পুড়ে যাওয়া কন্টেইনারগুলো সরাতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে নাগরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তার নীতিমালা মেনে চলার ক্ষেত্রে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা। হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে এখনও ২২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এখনও ২২ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই বক্তব্য ওই দুর্ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, শহীদ রাজাই বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

শনিবার ইরানের বন্দর আব্বাসে লাগা ভয়াবহ আগুনের ফলে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পৌঁছেছে ১২০০ জনে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে টানা ৪৮ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী।
তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ সপ্তাহের শনিবার ইরানের বৃহত্তম কন্টেইনার হাবটির শহীদ রাজাই অংশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটার পর প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এত পুড়ে ছাই হয়ে গেছে শতশত কন্টেইনার।
এদিকে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকার বাতাস কালো ধোয়ায় ভারি হয়ে যায়। ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের গভর্নর।
তিনি বলেছেন, আগুনে পুড়ে যাওয়া কন্টেইনারগুলো সরাতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে নাগরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তার নীতিমালা মেনে চলার ক্ষেত্রে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা। হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে এখনও ২২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া এখনও ২২ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করতে জোরালো তদন্তের নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই বক্তব্য ওই দুর্ঘটনায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, শহীদ রাজাই বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য
১৯ ঘণ্টা আগে
ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে
২ দিন আগে
এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে
২ দিন আগে
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন
২ দিন আগেযদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে তিনি জানান, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো—সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা—অযৌক্তিক ও অন্যায্য
ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে
এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন