অনলাইন ডেস্ক
ইরানের সীমান্তবর্তী অঞ্চলে সিস্তান প্রদেশে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় নিহত হায়েছেন আটজন নিরীহ পাকিস্তানি মোটর মেকানিক। এই ঘটনায় কেবল দুই দেশের মানুষ নয়, সমগ্র মানবসভ্যতাই যেন শোকাহত ও ক্ষুব্ধ।
এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের এমন নিরাপত্তাহীনতার বিষয়টি দাঁড়িয়েছে গভীর উদ্বেগের পর্যায়ে।
রোববার (১৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইরান-পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান প্রদেশে রাতের অন্ধকারে একটি স্থানীয় গ্যারেজে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন এবং গাড়ির রঙ, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ ও তার ছেলে নাঈম, এছাড়াও জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।
এদিকে এ হত্যাকাণ্ডের ফলে স্থানীয়ভাবে চরম আতঙ্ক বিরাজ করছে জনমনে।
ঘটনার বিবরণে দেখা যায়, বন্দুকধারীরা গ্যারেজে ঢুকে প্রথমে শ্রমিকদের হাত বেঁধে ফেলে এবং এরপর গুলি চালিয়ে সবাইকে হত্যা করে। পরে সবাই ঘটনাস্থলেই মারা যান। ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং লাশ উদ্ধার করে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং হামলাকারীরা এখনো শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা কোনো পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে। ইরান ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতদের পরিচয় শনাক্ত ও প্রক্রিয়াগত কাজ শুরু করেন। দূতাবাসের একজন মুখপাত্র জানান, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন এবং নিহতদের পরিবারের জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এর আগেও, ২০২৪ সালের জানুয়ারিতে একই অঞ্চলে আরেকটি হামলায় নয়জন পাকিস্তানি শ্রমিক নিহত হন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইরানের সীমান্তবর্তী অঞ্চলে সিস্তান প্রদেশে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলায় নিহত হায়েছেন আটজন নিরীহ পাকিস্তানি মোটর মেকানিক। এই ঘটনায় কেবল দুই দেশের মানুষ নয়, সমগ্র মানবসভ্যতাই যেন শোকাহত ও ক্ষুব্ধ।
এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের এমন নিরাপত্তাহীনতার বিষয়টি দাঁড়িয়েছে গভীর উদ্বেগের পর্যায়ে।
রোববার (১৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইরান-পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান প্রদেশে রাতের অন্ধকারে একটি স্থানীয় গ্যারেজে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতরা সকলেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ছিলেন এবং গাড়ির রঙ, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ ও তার ছেলে নাঈম, এছাড়াও জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।
এদিকে এ হত্যাকাণ্ডের ফলে স্থানীয়ভাবে চরম আতঙ্ক বিরাজ করছে জনমনে।
ঘটনার বিবরণে দেখা যায়, বন্দুকধারীরা গ্যারেজে ঢুকে প্রথমে শ্রমিকদের হাত বেঁধে ফেলে এবং এরপর গুলি চালিয়ে সবাইকে হত্যা করে। পরে সবাই ঘটনাস্থলেই মারা যান। ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং লাশ উদ্ধার করে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এবং হামলাকারীরা এখনো শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা কোনো পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে। ইরান ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতদের পরিচয় শনাক্ত ও প্রক্রিয়াগত কাজ শুরু করেন। দূতাবাসের একজন মুখপাত্র জানান, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন এবং নিহতদের পরিবারের জন্য বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এর আগেও, ২০২৪ সালের জানুয়ারিতে একই অঞ্চলে আরেকটি হামলায় নয়জন পাকিস্তানি শ্রমিক নিহত হন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে জোসেফ কুবা নামক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। অনলাইন আল জাজিরা।
২৮ মিনিট আগেসম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর এবার ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
৬ ঘণ্টা আগেসম্প্রতি পেহেলগামে হামলার পর থেকেই ভারত শাসিত কাশ্মীরে সৈন্যরা বাসিন্দাদের ব্যক্তিগত বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছেন। পেহেলগাম হামলা বা স্বাধীনতাকামী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের পারিবারিক বাড়ি এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না।
৭ ঘণ্টা আগেসম্প্রতি সময়ে বিশ্বের নানা দেশে একের পর এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনে চলেছে। এ ধারাবাহিকতায় এবারে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আনাদোলু
৭ ঘণ্টা আগেফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে জোসেফ কুবা নামক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। অনলাইন আল জাজিরা।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর এবার ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি পেহেলগামে হামলার পর থেকেই ভারত শাসিত কাশ্মীরে সৈন্যরা বাসিন্দাদের ব্যক্তিগত বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছেন। পেহেলগাম হামলা বা স্বাধীনতাকামী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের পারিবারিক বাড়ি এ ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না।
সম্প্রতি সময়ে বিশ্বের নানা দেশে একের পর এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনে চলেছে। এ ধারাবাহিকতায় এবারে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আনাদোলু