নিখাদ খবর ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করে হামালা করেছে ইসরাইল। বুধবার (১৪ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিসের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের গাজা শাখার নেতা মুহাম্মদ সিনওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত না করলেও জানিয়েছে, হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত ছিল।
হামলার পরপরই প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাসপাতালে আশেপাশের এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একের পর এক ভারী বোমা ফেলা হচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, হামলার প্রভাবে মাটির নিচে সুড়ঙ্গপথের অস্তিত্ব উন্মোচিত হয়েছে, যদিও সেখানে একটি স্কুলের ছবি দেখা যায়, হাসপাতালের নয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৬ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।
হামলার কয়েক ঘণ্টা পর, উত্তরের গাজা থেকে তিনটি রকেট ইসরায়েলের আশকেলন এবং সদেরোটের দিকে ছোড়া হয়। আইডিএফ জানায়, এর মধ্যে দুটি রকেট প্রতিরোধ করা হয়েছে এবং একটি খোলা এলাকায় আঘাত করেছে। এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শাখা ইসলামিক জিহাদ।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মুহাম্মদ সিনওয়ারকে হত্যার প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী, যদি সিনওয়ার ওই সুড়ঙ্গপথে থাকতেন, তাহলে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
মোহাম্মদ ইব্রাহিম হাসান সিনওয়ার একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ এবং হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের একজন প্রভাবশালী নেতা। তিনি গাজা উপত্যকায় হামাসের নেতৃত্বে রয়েছেন এবং ২০২৪ সালের অক্টোবরে তার বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করে হামালা করেছে ইসরাইল। বুধবার (১৪ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিসের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের গাজা শাখার নেতা মুহাম্মদ সিনওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত না করলেও জানিয়েছে, হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত ছিল।
হামলার পরপরই প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাসপাতালে আশেপাশের এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একের পর এক ভারী বোমা ফেলা হচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, হামলার প্রভাবে মাটির নিচে সুড়ঙ্গপথের অস্তিত্ব উন্মোচিত হয়েছে, যদিও সেখানে একটি স্কুলের ছবি দেখা যায়, হাসপাতালের নয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৬ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।
হামলার কয়েক ঘণ্টা পর, উত্তরের গাজা থেকে তিনটি রকেট ইসরায়েলের আশকেলন এবং সদেরোটের দিকে ছোড়া হয়। আইডিএফ জানায়, এর মধ্যে দুটি রকেট প্রতিরোধ করা হয়েছে এবং একটি খোলা এলাকায় আঘাত করেছে। এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শাখা ইসলামিক জিহাদ।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মুহাম্মদ সিনওয়ারকে হত্যার প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী, যদি সিনওয়ার ওই সুড়ঙ্গপথে থাকতেন, তাহলে তিনি নিহত হয়ে থাকতে পারেন।
মোহাম্মদ ইব্রাহিম হাসান সিনওয়ার একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ এবং হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের একজন প্রভাবশালী নেতা। তিনি গাজা উপত্যকায় হামাসের নেতৃত্বে রয়েছেন এবং ২০২৪ সালের অক্টোবরে তার বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন।
হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। বুধবার (১৪ মে) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেমোহাম্মদ, তুমি কি রাতে ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভূয়সী প্রশংসা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। ট্রাম্পের এমন উচ্ছ্বসিত প্রশংসায় যুবরাজ বিন সালমান হাসেন
৪ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্চে সফরে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সফরের শুরুতে সৌদি আরবের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের নজিরবিহীন বিনিয়োগ চুক্তি নিশ্চিতের পরই তিনি ঘোষণা দেন, সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়ে
৯ ঘণ্টা আগেআগ্রাসীদের বিরুদ্ধে বিজয় অর্জনের’ জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খালিলি বলেন, ভারত যেন অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভূতির কথা স্মরণ করে।
৯ ঘণ্টা আগেহাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। বুধবার (১৪ মে) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ, তুমি কি রাতে ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভূয়সী প্রশংসা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। ট্রাম্পের এমন উচ্ছ্বসিত প্রশংসায় যুবরাজ বিন সালমান হাসেন
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে নিশানা করে হামালা করেছে ইসরাইল। বুধবার (১৪ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি।
মধ্যপ্রাচ্চে সফরে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সফরের শুরুতে সৌদি আরবের সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের নজিরবিহীন বিনিয়োগ চুক্তি নিশ্চিতের পরই তিনি ঘোষণা দেন, সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়ে