পাকিস্তানের তিরাহ উপত্যকায় সহিংসতা: নিহত ৭

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় এক শিশু মেয়েকে হত্যার ঘটনার প্রতিবাদ সহিংসতায় রূপ নেওয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, গত রোববার সকালে তিরাহ উপত্যকার বাগ-ময়দান মারকাজে পাকিস্তান সামরিক বাহিনীর বিগ্রেড সদরদপ্তরের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় কয়েকশ বাসিন্দা এক বালিকার মৃতদেহ নিয়ে বাগ-ময়দান মারকাজে সেনাবাহিনীর বিগ্রেড সদরদপ্তরের সামনে হাজির হয়। তাদের অভিযোগ, শনিবার উপত্যকাটির জখখেলের পীর মেলার দরবার এলাকায় নিরাপত্তা বাহিনীর মর্টারের গোলায় শিশুটি নিহত হয়েছে। তারা সেখানে অবস্থান নিয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবাদকারীদের মধ্যে একটি অংশ উত্তেজিত হয়ে উঠলে স্থানীয় বয়ষ্ক ব্যক্তিরা তাদের শান্ত থাকার আহ্বান জানান, কিন্তু তরুণদের ওই অংশটি তা অগ্রাহ্য করে ব্রিগেড সদরদপ্তরের সামনে পার্ক করে রাখা এক্সক্যাভেটরে আগুন দেয়। এরপর তারা সামরিক ঘাঁটিটির মেইন গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ঘাঁটির পাহারায় থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা মব নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করে। এতে অন্তত সাতজন নিহত ও আরও ১৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

রোববারের এই হত্যাকাণ্ড কিংবা আগের দিনের মর্টার হামলার বিষয়ে স্থানীয় প্রশাসন বা সামরিক বাহিনী দাপ্তরিক কোনো বিবৃতি দেয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে ডন জানিয়েছে, একটি এক্সক্যাভেটরে আগুন জ্বলতে দেখা গেছে। কিছু প্রতিবাদকারীকে সামরিক ঘাঁটির মেইন গেইট জোর করে খোলার চেষ্টা করতে ও ঘাঁটির দিকে পাথর ছুড়তে দেখা গেছে। গুলির শব্দের মধ্যে প্রতিবাদকারীদের দৌঁড়ে আড়াল নেওয়ার চেষ্টা করতেও দেখা গেছে।

আহতদের ফ্রন্টিয়ার কোরের হাসপাতালে এবং বারা ও পেশোয়ারের হাসপাতালগুলোতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।

এ ঘটনার পর বিরাজমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা স্থানীয় সমাজের মুরুব্বিদের সঙ্গে দেখা করেছেন। তারা হতাহতদের জন্য ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। খাইবার পাখতুনখওয়ার প্রাদেশিক সরকার নিহত ও আহতদের জন্য পৃথক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সেক্টর কমান্ডার তিরাহর বয়ষ্ক ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের বৈধ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর মুরুব্বিদের তত্ত্বাবধানে প্রতিবাদকারীরা ঘটনাস্থল ছেড়ে যায়।

পাকিস্তান জাতীয় আইন পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদের স্থানীয় দুই প্রতিনিধি তিরাহ উপত্যকায় সামরিক অভিযানের বিরোধিতা করে স্থানীয়দের বাস্তুচ্যুত না করেই শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

পীর মেলার বাসিন্দারা জানিয়েছেন, গত দশ দিন ধরে তাদের এলাকায় জঙ্গি দমনের নামে নিরাপত্তা বাহিনী মর্টারের গোলা নিক্ষেপ করছে আর তাতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ভারতের মুম্বাইয়ের পালি হিল থেকে দিল্লির রিলায়েন্স সেন্টার পর্যন্ত অন্তত আটটি শহরে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপির সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাজেয়াপ্ত করেছে

৬ ঘণ্টা আগে

এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন

৭ ঘণ্টা আগে

ই মসজিদটি দেশটির অন্যতম সুন্দর স্থাপনার মধ্যে একটি। নীল মসজিদকে হযরত আলী (রাঃ)-এর কবর হিসেবে দাবি করা হলেও, ঐতিহাসিক দলিল অনুযায়ী হযরত আলীকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল

৭ ঘণ্টা আগে