নিখাদ খবর ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়েছে। এ সময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারগামী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনটিতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পুলিশ এবং আইএসআইয়ের সদস্যরাও ছিলেন।
করাচি ভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখোওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ট্রেনের যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দী করা হয়েছে বলে জানানো হয়েছে ওই জঙ্গি সংগঠনের তরফ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি বলছে, পাকিস্তান রেলওয়ে পরিচালিত জাফর এক্সপ্রেস নামের ট্রেন হাইজ্যাকের দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ। তারা দাবি করেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রী এখন তাদের কাছে জিম্মি। এ নিয়ে তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি বলছে, হামলা চালিয়ে ৬ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে তারা।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর ভাষ্য, ‘আমাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সব যাত্রীদের জিম্মি করে।’
এরপর কড়া ভাষায় হুমকিও দেয় তারা। তাতে বলা হয়, ‘যদি দখলদার বাহিনী কোনো সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীকেই নিতে হবে।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলি করা হয়। এরপর হাইজ্যাক করা হয়। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ট্রেনটির নয়টি কামরায় প্রায় ৫০০ যাত্রী ছিলেন। বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, পেহরো কুনরি এবং গাদালরের মাঝে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। এলোপাতাড়ি গুলি চালানো হয় ট্রেন লক্ষ্য করে। চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে।
এই খবর আসামাত্রই প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছে এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়েছে। এ সময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারগামী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনটিতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পুলিশ এবং আইএসআইয়ের সদস্যরাও ছিলেন।
করাচি ভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখোওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ট্রেনের যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দী করা হয়েছে বলে জানানো হয়েছে ওই জঙ্গি সংগঠনের তরফ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি বলছে, পাকিস্তান রেলওয়ে পরিচালিত জাফর এক্সপ্রেস নামের ট্রেন হাইজ্যাকের দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ। তারা দাবি করেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রী এখন তাদের কাছে জিম্মি। এ নিয়ে তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি বলছে, হামলা চালিয়ে ৬ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে তারা।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর ভাষ্য, ‘আমাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সব যাত্রীদের জিম্মি করে।’
এরপর কড়া ভাষায় হুমকিও দেয় তারা। তাতে বলা হয়, ‘যদি দখলদার বাহিনী কোনো সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীকেই নিতে হবে।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলি করা হয়। এরপর হাইজ্যাক করা হয়। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ট্রেনটির নয়টি কামরায় প্রায় ৫০০ যাত্রী ছিলেন। বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, পেহরো কুনরি এবং গাদালরের মাঝে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। এলোপাতাড়ি গুলি চালানো হয় ট্রেন লক্ষ্য করে। চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে।
এই খবর আসামাত্রই প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছে এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
৬০ বছরেরও বেশি সময় আগে বন্ধ হওয়া একটি কুখ্যাত কারাগার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ ঘণ্টা আগেভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন নয়, বরং বেশ পরিচিত। তবে এবারের ইস্যুটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা।
১ দিন আগেমার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বরাত দিয়ে এক পোস্টে জানিয়েছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের চাহিদামাফিক সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব সরঞ্জাম ক্রয়ে ১৩ কোটি ১০ লাখ ডলার খরচ করবে ভারত।
১ দিন আগেসিঙ্গাপুরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে।
২ দিন আগে৬০ বছরেরও বেশি সময় আগে বন্ধ হওয়া একটি কুখ্যাত কারাগার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা বাহিনী ও কূটনীতিকদের কাছে নতুন নয়, বরং বেশ পরিচিত। তবে এবারের ইস্যুটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিশ্লেষন করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বরাত দিয়ে এক পোস্টে জানিয়েছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের চাহিদামাফিক সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব সরঞ্জাম ক্রয়ে ১৩ কোটি ১০ লাখ ডলার খরচ করবে ভারত।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে।