কারাগারে ড্রোন হামলার আশঙ্কা, ইমরান খানের জামিনের আবেদন

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

ড্রোন হামলার আশঙ্কায় পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের আবেদন করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শুক্রবার (০৯ মে) ইসলামাবাদ হাই কোর্টে এ আবেদন করনা হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের কারণে কারাগারে ড্রোন হামলার আশঙ্কা করছে আবেদনকারী। তবে এখনও পর্যন্ত এ মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।

সংবাদ সংস্থাটি আরো জানায়, ৭২ বছর বয়সি এই রাজনৈতিক নেতাকে ২০২৩ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল। তাঁর দল পিটিআইয়ের তরফে একটি হোয়াটস্‌অ্যাপ বার্তায় জানানো হয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে ইমরানের জামিনের আবেদন জানিয়েছেন।

সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় সম্প্রীতি, সংহতি রক্ষার জন্য এবং আদিয়ালা জেলে ড্রোন হামলার সম্ভাবনা বিবেচনা করে ইমরান খানকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। দু’বছর ধরে তিনি জেলবন্দি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানকে ওই ঘটনার জন্য দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পরে গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। পাক জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তান পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যোগাযোগ প্রথম দিন থেকেই অস্বীকার করে আসছে। তারা জানিয়েছে, ভারতের ‘কাপুরুষোচিত হামলা’য় পাকিস্তানের অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তান এর যোগ্য জবাব দেওয়ার কথাও জানায়। তার পরেই বৃহস্পতিবার ভারতের সীমান্তে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ প্রতিহত করেছে। এই সংঘাতের আবহের সুযোগেই ইমরানের জামিনের আবেদন জানাল তাঁর দল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

৩ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

৩ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

৬ ঘণ্টা আগে

ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন

৮ ঘণ্টা আগে