পাক-ভারত উত্তেজনা:

খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

প্রতিনিধি
নিখাদ বিশ্ব
Thumbnail image
ছবি: সংগৃহীত

নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অন্তত ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) বরাতে এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনী বান্নু জেলায় গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।

এতে দাবি করা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে ছয় সন্ত্রাসী নিহত হন।

দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানদের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানে হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। যার বেশিরভাগই কেপি ও বেলুচিস্তানে।

এদিকে ইসলামাবাদের দাবি, শত্রু গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা পরিচালনা করছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ নামের একটি থিঙ্ক ট্যাঙ্ক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

অন্যদিকে শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

এর আগে কোয়েটার এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কোয়েটা বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, পাকিস্তানের কোয়েটায় গতকাল এক বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিশ্চিত করে। এই ঘটনার বিষয়ে দেশটির পুলিশ জানায়, কোয়েটার মারগেট এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এতে চার সদস্য নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাকিস্তান নিয়ে আরও পড়ুন

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

৩ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

৩ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

৬ ঘণ্টা আগে

ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন

৮ ঘণ্টা আগে