ফেনীতে থাইল্যান্ডের এক নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
প্রতীকী ছবি

ফেনীতে থাইল্যান্ডের এক নারী নাগরিককে ধর্ষণ ও মারধরের অভিযোগে মোখসুদুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান।

গ্রেপ্তারকৃত মোখসুদুর রহমান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ মুসলিম মেম্বার ভূঁইয়া বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে থাইল্যান্ডের নাগরিক। ২০২০ সালে হংকংয়ে একটি মুদির দোকান পরিচালনার সময় তার পরিচয় হয় মোখসুদুর রহমানের সঙ্গে। সময়ের সঙ্গে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোখসুদুর বিয়ের আশ্বাস দেন। যৌথভাবে ব্যবসা শুরুর পাশাপাশি ওই নারী মোখসুদুরকে প্রায় ২ লাখ ১০ হাজার হংকং ডলার এবং স্বর্ণালংকার প্রদান করেন।

পরবর্তীতে মোখসুদুর ভিসা সংক্রান্ত সমস্যার কারণে কারাগারে গেলে ভুক্তভোগী নারী তাকে মুক্ত করেন। কারামুক্তির পর মোখসুদুর বাংলাদেশে ফিরে আসেন, তবে তাদের যোগাযোগ অব্যাহত ছিল। তিনি ওই নারীকে স্ত্রী পরিচয়ে আত্মীয়-স্বজনের সঙ্গেও পরিচয় করিয়ে দেন।

২০২৩ সালের ২২ মার্চ প্রথমবারের মতো বিয়ের প্রলোভনে বাংলাদেশে আসেন ওই নারী। পরে একই বছরের ১২ অক্টোবর তাকে আবারও বাংলাদেশে এনে নিজ বাড়িতে ধর্ষণ করেন মোখসুদুর। সর্বশেষ ১৩ এপ্রিল বাংলাদেশে এলে মোখসুদুর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং তার মোবাইল ফোনটি ভেঙে ফেলেন, যেখানে তাদের ব্যক্তিগত তথ্য ও ছবি সংরক্ষিত ছিল।

এ ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী নারী ফেনী মডেল থানায় মোখসুদুর রহমানকে প্রধান আসামি করে এবং আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ দ্রুত অভিযানে নেমে মোখসুদুর রহমানকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল তার জবানবন্দি আদালতে রেকর্ড করা হবে বলে জানান ওসি সামসুজ্জামান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তাঁরা সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি তুলে ধরেন।

৩৫ মিনিট আগে

আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন

২ ঘণ্টা আগে

ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

৪ ঘণ্টা আগে

ফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ।

১৮ ঘণ্টা আগে