ফেনীতে বিশ্ব শিক্ষক দিবসে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রোববার (৫ অক্টোবর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ফেনী জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ রেদওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং প্রধান আলোচক ছিলেন অপর উপদেষ্টা মুফতি আবদুল হান্নান।

সভায় আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিযাম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ এম. একরামুল হক ভূঁইয়া, অধ্যাপক শিহাব উদ্দিন এবং মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী।

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা, জাতি গঠনের কারিগর হলেন শিক্ষক। সঠিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষকরা দুনিয়া ও আখেরাতে মুক্তির উপায় পেতে পারেন। রাসুল (সা.)-কে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে, তাই ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ফেডারেশন সবসময় শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সচেষ্ট রয়েছে।”

প্রধান আলোচক মুফতি আবদুল হান্নান বলেন, “মহান পেশা শিক্ষকতাকে বর্তমানে ব্যবসায় পরিণত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। শ্রেণি কার্যক্রমের সময় অন্য কাজে ব্যস্ত থাকা শিক্ষার্থীদের হক নষ্টের শামিল। এ বিষয়ে সকল শিক্ষককে সচেতন থাকতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

২ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

২ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

৩ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

৩ ঘণ্টা আগে