খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন অস্ত্রধারী সন্ত্রাসী ইমন মোল্লা।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে কেএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম আড়ংঘাটা থানার রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় ইমন মোল্লাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে শটগানের ৮ রাউন্ড কার্তুজ।
গ্রেফতার ইমন মোল্লা (২৮), পিতা-মোঃ মাসুদ মোল্লা, ঠিকানা- রায়েরমহল মোল্লাবাড়ী, থানা- হরিণটানা, খুলনা। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ইতোমধ্যেই তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইমন মোল্লার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে অস্ত্রধারী ও চাঁদাবাজ সন্ত্রাসীদের দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন অস্ত্রধারী সন্ত্রাসী ইমন মোল্লা।
গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে কেএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম আড়ংঘাটা থানার রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় ইমন মোল্লাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে শটগানের ৮ রাউন্ড কার্তুজ।
গ্রেফতার ইমন মোল্লা (২৮), পিতা-মোঃ মাসুদ মোল্লা, ঠিকানা- রায়েরমহল মোল্লাবাড়ী, থানা- হরিণটানা, খুলনা। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ইতোমধ্যেই তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইমন মোল্লার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে অস্ত্রধারী ও চাঁদাবাজ সন্ত্রাসীদের দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।