রাজাপুরে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধি
ঝালকাঠি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় সভায় মা ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, দেশের অর্থনীতি ও জীবিকায় এর অবদান অপরিসীম। মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা মারাত্মকভাবে হ্রাস পাবে। তাই সরকার ঘোষিত সময়কালে নদীতে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।”

তিনি আরও বলেন, এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

সভায় রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলেদের বোঝানোর পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে নদীতে নৌ-পুলিশ ও নিয়মিত টহল জোরদার করা হবে।

এছাড়া সভায় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। তারা মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজাপুরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

৬ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

৬ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

৭ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

৭ ঘণ্টা আগে