খুলনা ৪ আসনে বিএনপির প্রচারণা

“একটি বাড়ি,একটি গাছ,সবুজায়নের অঙ্গীকার”

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনে সকলের ঐকমত্য জরুরি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাই, এবং জনগণ সহিংসতামুক্ত, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

শিল্প ও প্রযুক্তির যুগে গ্রামাঞ্চল হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, তাই হেলাল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন—“একটি বাড়ি, একটি গাছ”। সোমবার সকাল ১১টায় নিজ বাসভবনের সামনে ফলজ গাছের চারা রোপণের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি পরিবারকে একটি করে ফলজ বৃক্ষ উপহার দেওয়া হবে। শিশুদের বলা হবে, গাছের যত্ন নিও। গাছ বড় হলে পরিবারের পুষ্টির যোগান দেবে, অতিরিক্ত ফল বিক্রি করে পরিবার কিছুটা সচ্ছল হবে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

হেলাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫০ হাজার চারা রোপণ করা হবে এবং পর্যায়ক্রমে দুই লাখ চারা লাগানোর পরিকল্পনা আছে। এই উদ্যোগের মাধ্যমে খুলনা-৪-এর প্রতিটি পরিবারকে সবুজ আন্দোলনের অংশীদার করা হবে। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণ জরুরি। এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, পরিবেশবান্ধব রাজনৈতিক প্রচারণার একটি মডেল।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “একটু চেষ্টা, একটু উদ্যোগ, এনে দেবে সচ্ছলতা” কর্মসূচি থেকেই অনুপ্রাণিত হয়ে তারা এই উদ্যোগ নিয়েছেন। এর ধারাবাহিকতায়, আইজগাতি এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পরিবারের আঙিনায় ফলজ বৃক্ষ রোপণ করেছেন। লক্ষ্য, ইউনিয়নের অন্তত দুই-তৃতীয়াংশ এলাকায় আজই বৃক্ষরোপণ সম্পন্ন করা।

রাজনৈতিক মতভেদের প্রসঙ্গে হেলাল বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু উন্নয়ন ও জনগণের স্বার্থে ঐক্য অপরিহার্য। নির্বাচন শুধু প্রতিযোগিতা নয়, এটি জনগণের সেবা ও দায়িত্ববোধের পরীক্ষা।”

তিনি যোগ করেন, খুলনা-৪ থেকে এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে গেলে অন্তত এক কোটি গাছ রোপণ সম্ভব হবে, যা প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ শেখ আব্দুর রশিদ, নাজমুস সাকিব পিন্টু, আব্দুস সালাম, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, আবুল কাশেম, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, শেখ আবু সাঈদ, সরদার ফরিদ আহম্মেদ, রয়েল, নয়ন মোড়ল, জাহিদ, মোশারেফ শিকদার ও মাহমুদ হাসান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ৫ম দিন ধরে প্রভাষকদের কর্মবিরতি চলছে

৫ মিনিট আগে

বিভিন্ন অনিয়ম, তদবির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় থাকা খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে

১৩ মিনিট আগে

শ্রীমঙ্গলে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি ও সুপরিচিত সমাজসেবক মাওলানা এম এ রহীম নোমানীর একমাত্র কন্যা নুসরাত জাহান নোমানী মাহিমার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল সৌহার্দ্য, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে ভরপুর

১ ঘণ্টা আগে

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

১৬ ঘণ্টা আগে